সিটিটিসি’তে ‘সাইবার ডিজিটাল এভিডেন্স’ কর্মশালা

ক.বি.ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ‘সাইবার ডিজিটাল এভিডেন্স’ বিষয়ক দুই দিনব্যাপী (৩০-৩১ জুলাই) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ৩৬ জন বিচারক, প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সিটিটিসি এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রেসিডেন্ট লিগাল অ্যাডভাইজার রাহুল কালি, লিগাল অ্যাডভাইজার নুরান চৌধুরী এবং সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. শাহ্জাহান হোসেন।
‘সাইবার ডিজিটাল এভিডেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব ওভারসিজ প্রসিকিউটরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং এবং সিটিটিসি ইউনিট।