সাইবার নিরাপত্তাসহ সব কালো আইন বাতিল হবে: প্রধান উপদেষ্টা
ক.বি.ডেস্ক: বিগত সরকারের আমলে করা বা আগে থেকে বিদ্যমান সব নিবর্তনমূলক আইনের তালিকা করেছে সরকার। এসব আইন বাতিল অথবা প্রযোজ্য ক্ষেত্রে শিগগিরই সংশোধন করা হবে।
গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনসহ বাংলাদেশে বিদ্যমান সব কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এসব কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডসহ বহুল আলোচিত ৫টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে।”