সংযোগ ও স্মার্ট সমাধানে গ্রামীণফোন ও তিতাস গ্যাস

ক.বি.ডেস্ক: অত্যাধুনিক সংযোগ ও স্মার্ট সমাধানের মাধ্যমে তিতাস গ্যাসের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত এবং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে গ্রামীণফোন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র সঙ্গে একটি পার্টনারশিপ স্থাপন করেছে। পাশাপাশি তিতাস গ্যাসের কর্মীদের জন্য বিশেষ ভয়েস ও ইন্টারনেট সেবা প্রদান করবে গ্রামীণফোন। আইসিটি এবং আইওটিভিত্তিক সমাধানও চালু করবে গ্রামীণফোন।
সম্প্রতি ঢাকার কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন
গ্রামীণফোনের হেড অব আর্মড ফোর্সেস, এনার্জি সেক্টর ও স্ট্র্যাটেজিক বিজনেস খন্দকার রিয়াজ রহমান এবং তিতাস গ্যাসের কোম্পানি সেক্রেটারি মো. লুৎফুল হায়দার মাসুম। এ সময় গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ পারভেজ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না, গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. মাহমুদুর রহমান, হেড অব ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডজাসেন্ট বিজনেস রিপন কুমার পাল; তিতাস গ্যাসের জেনারেল সার্ভিসেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সৈয়দা আতিয়া বিলকিস, অপারেশনস ডিভিশনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী কাজী মোহাম্মদ সাঈদুল হাসান, আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।