উদ্যোগ

শুরু হচ্ছে টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫

ক.বি.ডেস্ক: টিকটক আবারও আয়োজন করছে ‘টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫’। এ বছর ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদ শহরে এটি অনুষ্ঠিত হবে। টিকটকে যেসব ব্র্যান্ড ও বিজ্ঞাপন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সৃজনশীল ও সফল ক্যাম্পেইন তৈরি করেছে এবং যারা টিকটকে ভিন্নভাবে দর্শকদের কাছে বিজ্ঞাপন তুলে ধরেছে তাদেরকে এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেয়া হবে।

আবেদন জমা দেয়া যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্র্যান্ড এবং এজেন্সিগুলো তাদের সেরা কাজ জমা দিতে পারবে। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে রিয়াদে অনুষ্ঠিত অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। বিস্তারিত: https://tiktokadawardsmetapee.com/2025 এই লিঙ্কে। এই আয়োজনে অংশ নিতে চাইলে, টিকটকে প্রকাশিত ক্যাম্পেইনটি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে চালু থাকতে হবে।

এই বছর বাংলাদেশ সহ ১৮টি দেশের ব্র্যান্ড এবং বিজ্ঞাপন সংস্থাগুলো তাদের ক্যাম্পেইন জমা দিতে পারবে। দেশগুলোর মধ্যে আছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, ইরাক, মিশর, তুরস্ক, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, আজারবাইজান, সাইপ্রাস, পাকি ও শ্রীলঙ্কা।

এবারের আয়োজনে মোট ৯টি বিভাগে অ্যাওয়ার্ড দেয়া হবে। কনটেন্টে নতুনত্ব আনার জন্য ‘ইট’স দ্য ক্রিয়েটিভ ফর মি’; কনটেন্ট নির্মাতা, দর্শকদের সঙ্গে ব্র্যান্ডের কাজের জন্য ‘কমিউনিটি কোর’; স্ট্রাটেজি অনুযায়ী ক্যাম্পেইনের জন্য ‘ফুল ফানেল ফ্লেক্স’; সচেতনতা প্রচারে দারুণ ব্র্যান্ডিংয়ে ক্যাম্পেইনের জন্য ‘বিগ ব্র্যান্ডিং এনার্জি’; বিক্রি বা রিটার্ন বাড়াতে সফল ক্যাম্পেইনের জন্য ‘গোল ডিগার’; কম বাজেটে ভালো ক্যাম্পেইনের জন্য ‘বুগি অন আ বাজেট’; সাউন্ড, গান, ভয়েস ব্যবহারে ভালো ক্যাম্পেইনের জন্য ‘সাউন্ড অন প্লিজ’ বিভাগ থাকছে।

এই সাতটি মূল বিভাগের বাইরেও থাকছে আরও দুটি বিভাগ- ‘দ্য পিপল’স চয়েজ’ বিভাগে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা সরাসরি ভোট দিয়ে বিজয়ীকে নির্বাচন করবে। ‘দ্য জি.ও.এ.টি.(গ্রেটেস্ট অফ অল টাইম)’ বিভাগে সেরা সৃজনশীল কনটেন্ট দিয়ে সফল ক্যাম্পেইন তৈরির জন্য এই পুরস্কারটি দেয়া হবে। মূল সাতটি বিভাগের যেকোনও একটিতে যেসব আবেদন জমা পড়বে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে G.O.A.T পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। এই বিভাগে এমন ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দেয়া হবে, যারা টিকটকের কমিউনিটি, ট্রেন্ড আর কনটেন্ট স্টাইল অনুসরণ করে দারুণ কনটেন্ট তৈরি করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *