উদ্যোগ

শুধু প্রযুক্তি নয়, একসঙ্গে এগিয়ে চলার গল্প ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’

ক.বি. ডেস্ক: ব্রাদার-এর সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ১৯ বছরের সফল অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, দক্ষতা ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে। ব্রাদার’র অত্যাধুনিক প্রযুক্তি, গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়ন এবং উদ্ভাবনী শক্তি আগামী দিনগুলোতে আরও উন্নত সমাধান ও বাজারে নেতৃত্ব এনে দেবে। এই ভিশন বাস্তবায়নে গ্লোবাল ব্র্যান্ড ও ব্রাদার যৌথভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

সম্প্রতি গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’। এই জমকালো আয়োজনটি ছিলো ব্রাদার ব্র্যান্ডের সফল যাত্রা, অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপনের এক বিশেষ উপলক্ষ। অনুষ্ঠানে ব্রাদার-এর কৌশলগত পরিকল্পনা, এর বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও, বাংলাদেশের বাজারে অবস্থান ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরার পাশাপাশি কারিগরি দিক ও ব্যবহারিক উপকারিতা সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়।

‘ব্রাদার পার্টনার ডে ২০২৫’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাদার গালফ কর্পোরেশনের সেলস ডিরেক্টর আমিত আলী, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন খোন্দকার সহ ব্রাদার-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত চ্যানেল পার্টনারবৃন্দ।

অনুষ্ঠানে ‘পার্টনার রিকগনিশন’ সেশনে ব্রাদার-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত চ্যানেল পার্টনারদের অবদানকে সম্মাননা জানানো হয়। নির্বাচিত পার্টনারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় তাঁদের নিরলস পরিশ্রম, প্রতিশ্রুতি ও পার্টনারশিপে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *