শক্তি ও পারফরম্যান্সে এগিয়ে রাখতে উন্মোচিত হলো অপো এ৬
ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড অপো স্মার্টফোন বাজারে উন্মোচন করেছে অপো এ৬। দ্রুতগতি-সম্পন্ন ও উচ্চাকাঙ্ক্ষী নতুন প্রজন্মের লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। দীর্ঘস্থায়ী পাওয়ার, সুরক্ষিত ও প্রতিটি মুহূর্তের সঙ্গে যারা তাল মেলাতে পারে এমন পারফরম্যান্স চান, তাদের জন্য অপো এ৬।
অপো এ৬ স্মার্টফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা-লার্জ ব্যাটারি, আইপি৬৯ আলটিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিজট্যান্স এবং সুপারকুল ভিসি সিস্টেম। এটি ২৯.৭৩ ঘন্টা পর্যন্ত একটানা ইউটিউব প্লেব্যাক ও ২৪ ঘন্টারও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ বা ইমো ভয়েস কলের নিশ্চয়তা দেয়। দীর্ঘস্থায়িত্বের ডিভাইসটি পাঁচ বছর স্বাভাবিক ব্যবহারের পরেও এর ব্যাটারি ৮০ শতাংশেরও বেশি সক্ষম থাকবে। রয়েছে অপটিমাইজড টাচ চিপ অ্যালগরিদম ও স্প্ল্যাশ টাচ মোড, রিভার্স চার্জিং ফিচার।
অপো এ৬-এ ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে এআই ইরেজার ২.০-এর মতো সর্বাধুনিক এআইজিসি ফিচার ব্যবহার করে ছবির অবাঞ্ছিত বস্তু মুছে ফেলা যায়; এবং এআই ক্ল্যারিটি এনহ্যান্সারের মাধ্যমে ক্রপ করা ছবিগুলোর বিস্তারিত তথ্য পুনরুদ্ধার করা যায়। এর ডুয়েল-ভিউ ভিডিও ফিচার ব্যবহারকারীদের একই সময়ে ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা, এই দুটি দিয়েই রেকর্ড করতে দেয়, যা কনটেন্ট তৈরিকে আরও আকর্ষণীয় করে তোলে।
অপো এ৬ অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু দুটি রঙে পাওয়া যাবে। পাশাপাশি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। ৬ জিবি+১২৮ জিবির মূল্য ২৪,৯৯০ টাকা এবং ৮ জিবি+১২৮ জিবির মূল্য ২৬,৯৯০ টাকা। যে সকল ক্রেতা স্মার্টফোনটি প্রি-অর্ডার করছেন, তারা ও’ ফ্যানস ফেস্টিভাল লটারি অফারে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়াও রয়েছে মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার বা নিশ্চিত উপহার হিসেবে উইন্টার হুডি সহ নানান আকর্ষণীয় পুরস্কার। ১০ ডিসেম্বর থেকে পাওয়া যাবে অপো এ৬। বিস্তারিত: https://www.oppo.com/bd/smartphones/series-a/a6/





