সাম্প্রতিক সংবাদ

লকডাউনেও নতুন অর্জন, সেরা পাঁচ ব্র্যান্ডের তালিকায় ভিভো

করোনাভাইরাসের প্রভাবে ধাক্কা খেয়েছে বিশ্বের অর্থনীতি। বিক্রি ও উৎপাদন কমেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের। এ মন্দার মধ্যেই বিশ্বের শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় নাম লিখিয়েছে চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোন বিক্রির দিক থেকে বিশ্বে ভিভোর অবস্থান এখন পাঁচে। আর ফাইভজি ফোনের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। আইডিসির প্রতিবেদন অনুযায়ী, গ্লোবাল মার্কেটে ভিভোর শেয়ার এখন ৯ শতাংশ। ওই তালিকায় শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাংয়ের মার্কেট শেয়ার ২১ দশমিক ১ শতাংশ। তাছাড়া এ তালিকায় আছে অ্যাপল, হুয়াওয়ে ও শাওমি। তবে বৈশ্বিক বাজারে স্যামসাংয়ের পেছনে থাকলেও সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার ভারতে কোরীয় ব্র্যান্ডটিকে পেছনে ফেলেছে ভিভো।

এদিকে ৫জি ফোনের বাজারে ভিভো তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতিবেদনে জানা যায়, ৫জি ফোনের বাজারে স্যামসাং ও হুয়াওয়ের পরেই রয়েছে ভিভো। চলতি বছর ভিভো ২ দশমিক ৯ মিলিয়ন ইউনিট ৫জি ফোন শিপমেন্ট করেছে। স্ট্র্যাটেজি অ্যানালেটিক্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ৫জি স্মার্টফোনের চাহিদা বাড়ছে। গ্লোবাল মার্কেটে ৫জি ফোনের শিপমেন্ট ২৫ মিলিয়ন পেরিয়েছে। প্রতিবেদনটি অনুযায়ী সবচেয়ে বেশি ৫জি ফোনের চাহিদা রয়েছে চীনে।

ভিভো বাংলাদেশ জানায়, বিশ্ববাজার কিংবা ভারতের বাজারের মতই বাংলাদেশে দ্রুত বাড়ছে ভিভো ফোনের গ্রাহক সংখ্যা। চলমান করোনা সংকটে হটলাইনের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে ভিভো। নতুন ফোন বিক্রি হচ্ছে অনলাইনে। এছাড়া ক্রেতাদের সুবিধার জন্যে ওয়ারেন্টির মেয়াদও বাড়ানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *