উদ্যোগ

র‍্যাংগস গ্রুপের কর্মীদের জন্য ফুডপ্যান্ডার বিশেষ করপোরেট সুবিধা

ক.বি.ডেস্ক: দেশের অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় খাবার ও গ্রোসারি অর্ডারে বিশেষ ছাড় পাবেন র‍্যাংগস গ্রুপের কর্মীরা। র‍্যাংগস মোটরস, র‍্যাংগস মোটরস ওয়ার্কশপ এবং র‍্যাংগস ফার্মাসিউটিক্যালসের কর্মীরা ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে খাবার ও গ্রোসারি অর্ডারে বিশেষ ছাড় পাবেন।

পাশাপাশি কাস্টোমাইজড করপোরেট মিল প্ল্যান, বাল্ক অর্ডার এবং ডিজিটাল মিল ভাউচার সুবিধা। ফুডপ্যান্ডা ফর বিজনেস এর মাধ্যমে রিয়েল টাইম অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট এবং সুবিধা অনুযায়ী বাজেট বরাদ্দের সুযোগ পাওয়া যাবে।

সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন ফুডপ্যান্ডা বাংলাদেশের করপোরেট বিজনেস লিড ওসমান গনি এবং র‍্যাংগস গ্রুপের হেড অব হিউম্যান রিসোর্সেস হাফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাংগস গ্রুপের এইচআর বিজনেস পার্টনার আনিকা নূর, ফুডপ্যান্ডার করপোরেট সেলস স্পেশালিস্ট স্বাক্ষর দেওয়ান, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ইশতিয়াক খান, করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সাকিফ মুবতাসিম এবং করপোরেট সেলস অ্যাসোসিয়েট জানিয়া কবির জুথি।

হাফিজুল ইসলাম বলেন, “ফুডপ্যান্ডা সবসময়ই নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। এখন আমরা আমাদের কর্মীদের জন্য খাবার অর্ডারের ক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারব।”

ওসমান গনি বলেন, “করপোরেট মিল ম্যানেজমেন্ট সমাধান দেয়ার মাধ্যমে কর্মীদের সুবিধা বাড়াতে ফুডপ্যান্ডা প্রতিশ্রুতিবদ্ধ। র‍্যাংগস গ্রুপের কর্মীরা আমাদের প্ল্যাটফর্মে খাবার ও গ্রোসারি পণ্য অর্ডারে আরও বেশি সুবিধা উপভোগ করবেন।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *