রিয়েলমি ১৫টি ফাইভজি

ক.বি.ডেস্ক: রিয়েলমির ‘এআই পার্টি ফোন’ ১৫ সিরিজ লাইনআপে এবার সাশ্রয়ের মধ্যেই নিয়ে আসা হয়েছে ফ্ল্যাগশিপের মতো ফিচার। শক্তিশালী পারফরম্যান্স সহ প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা খুব সহজেই নিশ্চিত করা যাবে। এতে রয়েছে ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স ফাইভজি চিপসেট সহ ৬.৭৭ ইঞ্চি ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা সহ ট্রিপল এআই ক্যামেরা সেটআপ।
রিয়েলমি দেশজুড়ে রিয়েলমি ১৫টি ফাইভজির ফার্স্ট সেল শুরু করেছে। দেশের সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অনুমোদিত রিসেলার আউটলেট থেকে মডেলটি সংগ্রহ করতে পারবেন। যারা আগে প্রি-বুক করেছিলেন, তারা ২৩ অক্টোবরের মধ্যে এক্সক্লুসিভ প্রি-বুকিং গিফট সহ তাদের ফোনটি সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ৫০০ টাকা ক্যাশব্যাক সহ টপপের মাধ্যমে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা গ্রহণের সুযোগ।
ফোনটিতে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর স্লিক ডিজাইন, এআই-সক্ষম ফিচার ও দিনব্যাপী পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটি নতুন প্রজন্মের জন্য পারফেক্ট ফোন হয়ে ওঠেছে।
রিয়েলমি ১৫টি ফাইভজি (৮জিবি/২৫৬জিবি) পাওয়া যাচ্ছে এখন মাত্র ৩২,৯৯৯ টাকায়; সঙ্গে থাকছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। স্যুট টাইটানিয়াম ও ফ্লোয়িং সিলভার রঙে পাওয়া যাচ্ছে। বিস্তারিত: www.realme.com/bd ।