মোবাইল স্মার্টফোন

রিয়েলমি নোট ৭০ ডিভাইসে হট সেল!

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির নিয়ে আসা ডিভাইস নোট ৭০ ইতোমধ্যে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ক্রেতাদের জন্য আরও বেশি স্বাচ্ছন্দ্য নিশ্চিতে রিয়েলমি নিয়ে এসেছে হট সেল! রিয়েলমির সকল স্টোর ও দেশব্যাপী অফিসিয়াল রিসেলার স্টোরগুলো থেকে এখন অনবদ্য এই স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন ক্রেতারা।

রিয়েলমি নোট ৭০ এ রয়েছে ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা মাত্র ১ ঘণ্টা চার্জে ফোনটিকে ২ দিন পর্যন্ত ব্যবহারের উপযোগী রাখবে। এতে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আইপি৫৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে। কল, ফটো বা এডিটিংয়ের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে এআই নয়েজ রিডাকশন কল ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজ ম্যাটিং ও এআই ইরেজারের মতো ফিচার ব্যবহার করা হয়েছে।

রিয়েলমি নোট ৭০ ডিভাইসটি ২টি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১১,৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য) এবং ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১২,৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য)। বিস্তারিত: www.realme.com/bd

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *