আনুষাঙ্গিক মোবাইল

রিয়েলমির ফ্যামিলিসহ বিদেশ ট্যুরে বিজয়ী যারা

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি এর রমজান ক্যাম্পেইনে ফ্যামিলিসহ বিদেশ ট্যুরে বিজয়ীদের মাঝে সম্প্রতি পুরস্কার বিতরণ করে। ক্রেতাদের জন্য পুরস্কারের মধ্যে ছিলো ১ জনের জন্য ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলিসহ বিদেশ ট্যুর প্যাকেজ এবং ৩ জনের জন্য পৃথক পৃথকভাবে ৮০ হাজার টাকা সমমূল্যের দেশের অভ্যন্তরে ফ্যামিলিসহ ট্যুর প্যাকেজ।

‘রিয়েলমি সি৭৫’ স্মার্টফোন কিনে রাজধানীর পান্থপথের বাসিন্দা রোজিনা আক্তার রোজি সেরা ভাগ্যবান হিসেবে ২ লাখ টাকা সমমূল্যের গ্র্যান্ড প্রাইজটি জিতে নিয়েছেন। গাইবান্ধার জয় কুমার দাশ নোট ৬০এক্স, বরিশালের শান্ত মাহমুদ সি৬৩ এবং রাজধানীর মিরপুরের ফারিয়া অপি সি৭৫ স্মার্টফোন কিনে জিতেছেন ৮০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার।

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে রিয়েলমি ‘বাই ১, গেট ১ ফ্রি’ অফারে গ্রাহকদের ১০টি স্মার্টফোন দিয়েছে এবং আরও দেয়া হয়েছে- রিয়েলমি বাডস টি১১০ এবং লাইভ স্ট্রিমিং স্ট্যান্ড সহ অনেক এওআইটি ডিভাইস। পাশাপাশি ক্যাম্পেইনজুড়ে রিয়েলমি গ্রাহকরা পেয়েছেন ফ্রি বাংলালিংক ডেটা বান্ডেল।

অভিনব সব প্রযুক্তিপণ্য উপহার দেবার পাশাপাশি, এ ধরনের ব্যতিক্রমী ও আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন ভবিষ্যতেও করবে রিয়েলমি। কোম্পানিটির লক্ষ্য গ্রাহকদের চাহিদা অনুধাবন ও তা পূরণ করা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *