সাম্প্রতিক সংবাদ

ভ্যাট ফাঁকি প্রতিরোধ করে আরও বেশি রাজস্ব বাড়াতে আসছে ‘ই-ইনভয়েসিং’

ক.বি.ডেস্ক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ‘ই-ইনভয়েসিং’ ব্যবস্থা চালুর প্রস্তাব করা হতে পারে। ভ্যাট ফাঁকি প্রতিরোধ করে আরও বেশি রাজস্ব বাড়াতে ভোক্তা পর্যায়ে কেনাকাটার প্রতিটি স্তরে ‘ই-ইনভয়েসিং’ ব্যবস্থায় যেতে চায় সরকার। সেলক্ষ্যে একটি প্রকল্প তৈরি করার পরিকল্পনাও রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইলেকট্রনিক ইনভয়েসিং বা ই-ইনভয়েসিং হলো ইলেকট্রনিক বিলিংয়ের একটি রূপ। এটি ইলেকট্রনিক চালানও বলা হয়ে থাকে। বর্তমান ডিজিটাল যুগে ব্যবসায়ের কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করার জন্য ‘ই-ইনভয়েসিং’ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তবে দেশে পদ্ধতিটি কীভাবে পরিচালিত হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। পদ্ধতিটি প্রথমে প্রকল্প আকারে চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের বাজেটে ই-ইনভয়েসিং ব্যবস্থা চালু প্রসঙ্গে জানা যায়, রাজস্ব বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অটোমেশন করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে ভ্যাট আদায়ে ই-ইনভয়েসিং ব্যবস্থা চালু করা হবে। এর জন্যে একটি প্রকল্প নেয়া হতে পারে। পুরো এনবিআর অটোমেশনেই একটি প্রকল্প নেয়া হচ্ছে। সেখানে ভ্যাটের অটোমেশনে হয়তো ২০০ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ থাকতে পারে। সব প্রতিষ্ঠানে ই-ইনভয়েসিং চালু হবে। পিসিআর ও ইএফডি থাকবে কি, থাকবে না- তা নিয়ে এখনও আলোচনা হয়নি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন ই-ইনভয়েসিং করতে যাচ্ছে। এর আগে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের পরিকল্পনা ছিলো। যা পাঁচ বছরে তিন লাখ ইএফডি মেশিন বসানোর পরিকল্পনা ছিল। কিন্তু ১১ হাজারও স্থাপন করা হয়নি। ই-ইনভয়েসিং যদি চালু করা যায়, তাহলে ব্যবসায়ীদেরই লাভ হওয়ার কথা।

এনবিআর’র তথ্যমতে, দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান প্রায় সাড়ে পাঁচ লাখ। এই প্রতিষ্ঠানগুলোর সবাই আবার ভ্যাট রিটার্ন জমা দেয় না। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নিবন্ধিত ব্যবসায়ী প্রায় সাড়ে তিন কোটি। এসব ব্যবসায়ীর প্রায় সবারই ছোট বড় কোনো না কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। অথচ এসব প্রতিষ্ঠানের একটি বড় অংশ ভ্যাট জমা দেয় না।

পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা এক কোটি ১৮ লাখ। অথচ দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখ। এনবিআরের এক জরিপও বলছে, দেশের ৭৫ থেকে ৮০ শতাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানই ভ্যাট দেয় না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *