সাম্প্রতিক সংবাদ

ব্লকচেইন-ভিত্তিক অভ্যন্তরীণ এলসি কার্যকর করেছে প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক

ক.বি.ডেস্ক: গ্রিণ এলসি বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে সফলভাবে প্রুফ অব কনসেপ্ট (পিওসি) কার্যকর করেছে প্রাইম ব্যাংক পিএলসি ও ঢাকা ব্যাংক পিএলসি। স্থানীয়ভাবে ডেভলপ করা ব্লকচেইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে প্রথম অভ্যান্তরীণ এলসি কার্যকর করেছে ব্যাংক দুটি। এই মাইলফলক দেশের ব্যবসা-বাণিজ্য ডিজিটাইজেশনের অগ্রগতি নির্দেশ করে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর ফলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এলসি লেনদেনের ক্ষেত্রে ইলেকট্রনিক্স সলিউশন ব্যবহারে উৎসাহিত হবে। এই ইলেকট্রনিক্স সলিউশনের আওতায় এলসি’র ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, উপস্থাপন, গ্রহণযোগ্যতা এবং পরবর্তী সমস্ত প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। প্রাইম ব্যাংকের ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি বাস্তবায়নকে ত্বরান্বিত করবে এবং এমন একটা ভবিষ্যৎ গড়ে তুলবে, যেখানে বাণিজ্য পরিচালনা করা হবে সম্পূর্ণ ডিজিটাল, কাগজ বিহীন এবং নিরবিচ্ছিন্নভাবে।

গ্রিণ এলসি বাস্তবায়নে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো একটি কনসোর্টিয়াম গঠন করে, যারা এক সঙ্গে কাজ করে যাচ্ছে। এই যৌথ উদ্যোগের ফলে একটি নিরাপদ, স্বচ্ছ ও অত্যন্ত দক্ষ ডিজিটাল ট্রেড ইকোসিস্টেম গড়ে তুলতে ভূমিকা পালন করছে। প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এসএসসিএল এর সহায়তায় এই প্রুফ অব কনসেপ্ট (পিওসি) কার্যকর করা হয়েছে, যা নিরবিচ্ছিন্ন, নিরাপদ ও দক্ষ ডিজিটাল বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে সক্ষম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *