আনুষাঙ্গিক মোবাইল

ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন

ক.বি.ডেস্ক: স্মার্টফোনকে আরও সাশ্রয়ী ও গ্রাহকের হাতের নাগালে আনতে সম্প্রতি কার্ডবিহীন কিস্তির সুবিধা চালু করেছে অনার। এই সেবার আওতায় ক্রেতারা কোন প্রকার ব্যাংক কার্ড ছাড়াই ক্যাশ পেমেন্টের মাধ্যমে সহজ কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন। থাকছে সহজ ঋণ সুবিধা, যেকোন অনার স্মার্টডিভাইস কিনতে পারবেন মূল্যের ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ অর্থ জমা (ডাউন পেমেন্ট) দিয়েই। মূল্যের বাকি অংশ ৩ থেকে ৬ মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

পাশাপাশি, ক্যাশ-নির্ভর এ কিস্তি সুবিধা নিশ্চিত করবে দ্রুত এবং ঝামেলা-মুক্ত অভিজ্ঞতা, যেখানে পুরো অনুমোদন প্রক্রিয়া ২০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়। এই সেবা শুধুমাত্র অনার এর অফিশিয়াল ব্র্যান্ডশপস-এ পাওয়া যাচ্ছে। কিস্তিতে স্মার্টফোন কেনার প্রচলিত পদ্ধতিগুলো অনেকক্ষেত্রে জটিল বা ব্যয়বহুল হয়। কার্ডবিহীন সেবার মাধ্যমে কিস্তিতে ফোন কেনার প্রক্রিয়া আরও সহজ করেছে অনার।

কার্ডবিহীন কিস্তির সেবাটি গ্রহণ করতে, ক্রেতাদের এনআইডি কার্ড এবং আয়ের প্রমাণসহ যেকোন অনার ব্র্যান্ডশপে যেতে হবে। চাকরিজীবী ক্রেতারা তাদের অফিস আইডি কার্ড এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে। এ ছাড়া, গ্রাহকদের রক্তের সম্পর্ক আছে এমন একজন গ্যারান্টর এর এনআইডি কার্ড এবং ব্যাংক, বিকাশ বা নগদ এর গত তিন মাসের স্টেটমেন্টসহ একটি নতুন বিদ্যুৎ বিল জমা দিতে হবে। বিস্তারিত: https://smart-honor.com/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *