সফটওয়্যার

বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা

ক.বি.ডেস্ক: ডিজিটাল মার্কেটিং খাতে সংস্কার ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগকে এগিয়ে নিতে বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রস্তাব করা হয়। প্রথম নীতিমালায় সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে জোর দেয়া হয়। দ্বিতীয় নীতিমালায় স্থানীয়ভাবে গড়ে ওঠা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোকে উৎসাহিত ও সুরক্ষা দেয়ার জন্য নীতিমালা প্রণয়নের প্রস্তাব করা হয়।

সভায় কমিটির টার্মস অব রেফারেন্স (টিওআর) চূড়ান্ত করা হয় এবং টিওআর অনুযায়ী তাদের কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়। দক্ষতা উন্নয়নে কমিটি প্রতিমাসে প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নেয়। আগামী ছয় মাসে তিনটি প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যার প্রথমটি ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কে এ এম রাশেদুল মাজিদ। উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইন-চার্জ ড. মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, কো-চেয়ারপার্সন লুতফি হায়দার চৌধুরী, সৈয়দা নাফিসা রেজা এবং তানজিল আবেদীন। ১২ জন সদস্য সভায় অংশগ্রহণ করেন- পরিচালনা করেন বেসিসের ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস) এইচ এম ইমাম হাসান।

বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটি একটি কৌশলগত রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল মার্কেটিং খাতের উদ্ভাবন ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। বেসিস ডিজিটাল মার্কেটিং খাতের রূপান্তরমূলক উদ্যোগে নেতৃত্ব দিতে, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *