উদ্যোগ

বিশ্বব্যাপী হালাল ইন্টারনেটের উন্মোচন

ক.বি.ডেস্ক: কাহফ হালাল ইন্টারনেটের সূচনা দিতে ডিজিটাল সেবাগুলো প্রদর্শনের জন্য কাহফ গার্ড এবং মাহফিল উন্মোচন করা হয়। কাহফ গার্ড হলো পর্ন সাইট, জুয়া, ম্যালওয়্যার এবং ফিশিং সাইটসহ অন্যান্য ক্ষতিকর সাইট ব্লক করে। মাহফিল হলো ইউটিউবের হালাল বিকল্প যার নিজস্ব বিজ্ঞাপন ইঞ্জিন রয়েছে।

এ ছাড়া কাহফ কিডস, কাহফ ব্রাউজার, কাহফ ইন্টারনেট এবং কাহফ সিম আনা হচ্ছে। কাহফ ব্রাউজার হালাল ব্রাউজিং অভিজ্ঞতার জন্য কন্টেন্ট ফিল্টার করে। কাহফ কিডস একটি নিরাপদ ও শিশু-বান্ধব প্ল্যাটফর্ম নিশ্চিত করে। কাহফ সিম এবং কাহফ ইন্টারনেট হালাল ইন্টারনেট পরিষেবা প্রদান করবে। বিস্তারিত: www.kahf.com.tr

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) কাহফ হালাল ইন্টারনেটের সূচনা দিতে ডিজিটাল সেবাগুলো প্রদর্শনের জন্য একটি সংবাদ সম্মেলনের আযোজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাহফ’র সিটিও ও কো-ফাউন্ডার ওমর আল জাবির এবং প্রতিষ্ঠাতা ও সিইও নিজাম।

কাহফ’র সিটিও ওমর আল জাবির বলেন, “গত চার বছর আমি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাতে কাজ করেছি। আমার কাজ ছিলো সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপ যেসব অপরাধ ঘটে তা দমন করা নিয়ে। এই প্ল্যাটফর্মগুলোতে ১০ জন শিশু-কিশোরের মধ্যে ছয় জনই ক্ষতির শিকার হয়। তারা অশ্লীল কন্টেন্ট দেখে এবং এমন অভিজ্ঞতার সম্মুখীন হয় যা তাদের মানসিকতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হালাল ইন্টারনেট আনতে চাই।”

কাহফ’র সিইও নিজাম বলেন, “আমরা অনলাইনের সমস্ত হারাম কন্টেন্ট বন্ধ করতে, হালাল বিকল্প প্ল্যাটফর্ম আনতে এবং একটি বড় হালাল ইকোসিস্টেম তৈরি করতে চাই।বাংলাদশি উদ্যোক্তাদের বৈশ্বিক প্ল্যাটফর্মে নতুন কিছু করার এক দিগন্ত উন্মোচিত করবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *