উদ্যোগ

বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংক

ক.বি.ডেস্ক: তরুণ অ্যাপ ডেভেলপারদের উদ্ভাবনী ধারণাকে টেকসই ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় অর্থায়ন সহায়তা প্রদান করা হবে। রবির অ্যাপ মার্কেটপ্লেস বিডিঅ্যাপসের ডেভেলপারদের অর্থায়ন সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগ তরুণ ডেভেলপারদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।

সম্প্রতি এ লক্ষে ঢাকায় রবির করপোরেট অফিসে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে দেশের ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন, হেড অব মিডিয়াম বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ইন্দ্রজিৎ সুর, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম। রবি আজিয়াটার চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক লাল দাস ও জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস) শফিক শামসুর রাজ্জাক।

এই সহযোগিতার মাধ্যমে ব্র্যাক ব্যাংক বিডিঅ্যাপসের ডেভেলপারদের জন্য বিশেষায়িত আর্থিক সেবা দেবে। এ ছাড়া তরুণ ডেভলেপারদের অ্যাপের প্রচার, বিকাশ ও টেকসই পরিচালনায় সহায়তা করা হবে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়া।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *