বাহরাইনে উইটসা বোর্ড মিটিং: এআই-সাইবার সিকিউরিটিতে দৃষ্টি
ক.বি.ডেস্ক: বিশ্বব্যাপী আইসিটি অঙ্গনের অন্যতম প্রভাবশালী সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা)-এর বার্ষিক বোর্ড মিটিং বাহরাইনের মানামায় অনুষ্ঠিত হয়। আয়োজনটি করেছে বাহরাইন টেকনোলজি কোম্পানিজ সোসাইটি (বিটেক্স), বার্ষিক প্রযুক্তি ইভেন্ট মিট আইসিটি ২০২৫-এর সঙ্গে সমন্বয়ে।
উইটসা বোর্ড মিটিংয়ে বিশ্বজুড়ে উইটসা’র বোর্ড সদস্য ও প্রতিনিধিরা গ্লোবাল টেক নীতি, উদীয়মান প্রযুক্তির সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিবর্তনকারী প্রযুক্তি প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আঞ্চলিক ভাইস চেয়ারদের গভীর বিশ্লেষণ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। বোর্ড সদস্যরা মিট আইসিটি ২৫২৫ কনফারেন্সে অংশ নিয়ে আঞ্চলিক টেক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেন। ফলে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগ কেন্দ্রিক নেটওয়ার্কিং আরও শক্তিশালী হয়।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বাহরাইনের মানামায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী (২৫-২৭ নভেম্বর) ‘উইটসা বোর্ড মিটিং ২০২৫’। বোর্ড মিটিংয়ের প্রথম দিনে সরাসরি উপস্থিত ছিলেন উইটসা’র চেয়ারম্যান দাতো ড. শন সিহ, ডেপুটি চেয়ারম্যান রবার্ট জানসেন, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক মো. ওয়াহিদুল হাসান দিপু, পরিচালক আহমেদ আল-হুজাইরি, প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো ড্যান ই খু এবং বিটেক চেয়ারম্যান রাশেদ আবদুল্লাহ আলসনান। এ ছাড়া অন্যান্য সদস্যরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

ডব্লিউসিআইটি ২০২৬ ও গ্লোবাল এআই সামিট- এর বড় ঘোষণা
উইটসা বোর্ড মিটিংয়ে সবচেয়ে আলোচিত অংশ ছিল উইটসা’র দুটি বৃহত ও আকর্ষনীয় আয়োজন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজি (ডব্লিউসিআইটি) ২০২৬’ এবং ‘উইটসা গ্লোবাল এআই সামিট ২০২৬’ আয়োজনের ঘোষনা দেয়া হয়। গ্লোবাল এআই সামিটে প্রথমবারের মতো আয়োজিত হবে ‘উইটসা গ্লোবাল এআই অ্যাওয়ার্ডস’। এই ঘোষণা টেক ইকোসিস্টেমে নতুন বৈশ্বিক উদ্যম যোগ করেছে।
সবার জন্য এআই উইটসা’র নতুন প্রতিশ্রুতি
বোর্ড মিটিংয়ে উইটসা আবারও জোর দিয়ে জানায় যে, তারা উইটসা গ্লোবাল এআই ইকোসিস্টেম নেটওয়ার্ক (জিএআইএন) আরও মজবুত করতে কাজ করছে। এতে গুরুত্ব দেয়া হয়- সদস্য দেশগুলোতে জিএআইএন নেটওয়ার্ক গ্রহণ, জনবান্ধব ও সহজলভ্য এআই ব্যবহারের প্রসার, সদস্য ও অংশীদারদের জন্য কাঠামোবদ্ধ এআই বাস্তবায়ন পরিকল্পনা এবং উইটসা সদস্যদের জিএআইএন-এ যুক্ত হয়ে ইকোসিস্টেম ও উদ্ভাবন সুযোগ কাজে লাগানো।
উইটসা’র চেয়ারম্যান দাতো ড. শন সিহ বলেন, “প্রযুক্তির উজ্জ্বল কেন্দ্র হিসেবে বাহরাইন আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এআই ও সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের আলোচনাগুলো ভবিষ্যতের প্রযুক্তিকৌশল নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
উইটসা’র প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো ড্যান ই খু বলেন, “মানামায় ফিরে আসা আমাদের বৈশ্বিক জোটের শক্তির প্রতীক। বিটেক- এর সহযোগিতায় এই মিটিং বিশ্বজুড়ে উদ্ভাবনকে ত্বরান্বিত করতে বড় ভূমিকা রাখবে।”
বিটেক্স চেয়ারম্যান রাশেদ আবদুল্লাহ আলসনান বলেন, “ডব্লিউসিআইটি ২০২৬ আয়োজন আমাদের প্রযুক্তি খাতে বৈশ্বিক পার্টনারশিপ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।”

মো. ওয়াহিদুল হাসান দিপু বলেন, “বর্তমান সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ডিজিটাল বাণিজ্য এবং উদীয়মান প্রযুক্তি বিশ্বব্যাপী সমাজ ও অর্থনীতিকে দ্রুত রূপান্তরিত করছে, এই প্রেক্ষাপটে উইটসা বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করছে। গ্লোবাল এআই সামিট, সাইবার সিকিউরিটি টাস্কফোর্স, উইটসা ওয়ার্ল্ড কাপের মতো উদ্যোগগুলো উইটসা-এর উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশ এসব উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং সক্রিয় অবদান রাখতে প্রস্তুত।”
উল্লেখ্য, বাহরাইনের মানামায় অনুষ্ঠিত উইটসা’র বোর্ড মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন উইটসা’র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক এবং বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু। বিসিএস ১৯৯৮ সাল থেকে উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বিশ্বের ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলো গঠিত আন্তর্জাতিক সংগঠন উইটসা তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা খাতে বিশ্বব্যাপী তার নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উতসাহিত করে।
ছবি কৃতজ্ঞতায়: মো. ওয়াহিদুল হাসান দিপু- সহসভাপতি, বিসিএস





