মোবাইল স্মার্টফোন

বাজারে এলো ১০৮ মেগাপিক্সেলের ‘নোট ৪০এস’

ক.বি.ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে ইনফিনিক্স উন্মোচন করেছে নোট ৪০ সিরিজের নতুন স্মার্টফোন ‘নোট ৪০এস’। ফটোগ্রাফি, রিলস, ভিডিওতে জেন-জিদের রয়েছে বিশেষ আকর্ষণ। তাদের কথা মাথায় রেখে ফোনটির প্রধান ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। রয়েছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। একইসঙ্গে আছে সুপার নাইট, স্লো মোশন এবং টাইম-ল্যাপসের মতো দরকারি সব মোড।

স্মার্টফোনটি থ্রিডি কার্ভড ডিসপ্লে এবং ওয়্যারলেস চার্জিংয়ের মতো উদ্ভাবনী ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্য। রয়েছে উজ্জ্বল ৬.৭৮ ইঞ্চি থ্রিডি কার্ভড অ্যামলয়েড ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৪৩৬*১০৮০ পিক্সেল এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ আল্ট্রা ক্লিয়ার ভিজুয়ালস, ফ্লুইড অ্যানিমেশন।

আছে ২০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ এবং ৩৩ ওয়াট অলরাউন্ড ফাস্টচার্জ ২.০। ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যা একবার ফুল চার্জে দিনভর ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৯৯ চিপসেট, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। ইনফিনিক্সের সবশেষ এক্সওএস ১৪ স্কিনের সঙ্গে অ্যান্ড্রয়েড ১৪ এর সমন্বয় থাকছে।

ডিভাইসটিতে আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি ৫৪ ধুলোবালি ও স্প্ল্যাশ প্রতিরোধের মতো বৈশিষ্ট্য। অবসিডিয়ান ব্ল্যাক এবং ভিনটেজ গ্রিন- এই দুটি রঙে বাজারে এসেছে। স্মার্টফোনটির মূল্য ২৬,৯৯৯ টাকা। বাজেট ফ্রেন্ডলি ফোনটি ব্যবহারকারীদের একটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *