বাজারে এলো পাওয়ারফুল টেকনো স্পার্ক ২০ প্রো
ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশে উন্মোচন করলো নতুন স্পার্ক ২০প্রো মডেলের স্মার্টফোন। টেকনোর স্পার্ক সিরিজের সর্বশেষ সংস্করণ এই ফোনে রয়েছে আকর্ষণীয় সব ফিচারস। যার মধ্যে আছে ১২০ হার্টজের ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা।
টেকনো স্পার্ক ২০ প্রো
ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডিপ্লাস হোল স্কিন। ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা সেনসিং সেন্সর সমৃদ্ধ মেইন ক্যামেরার পাশাপাশি ১০ এক্স ডিজিটাল জুম ফিচার রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্লোয়িং সেলফি ক্যামেরা। রয়েছে ডুয়েল ভিডিও মুড যা একই সঙ্গে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করা যাবে। ফোনটিতে শক্তিশালী হেলিও জি৯৯ (৬ ন্যানোমিটার) চিপসেট দেয়া হয়েছে। যা একই সঙ্গে পাওয়ারফুল এবং ইফিশিয়েন্ট।
ফাস্ট অ্যাপ ওপেনিং এবং লং টাইম গেমিংয়ের জন্য ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অরোরা এবং ড্রইন ইঞ্জিন ২.০ দেয়া হয়েছে। রয়েছে ২৫৬ জিবির বিল্টইন স্টোরেজ সঙ্গে রয়েছে ১৬ জিবি র্যাম (৮+৮ জিবি)। র্যাম, রম, শক্তিশালী প্রসেসর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ইঞ্জিন। চমৎকার সাউন্ড অভিজ্ঞতা দেয়ার জন্য ফোনটিতে রয়েছে হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। ব্যাকআপের জন্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে ও চার্জ করার জন্য রয়েছে ৩৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি।
ফোনটি দুইটি নান্দনিক রঙ- সানসেট ব্ল্যাশ এবং মুনলিট ব্ল্যাক কালার এ পাওয়া যাচ্ছে। ফোনটি পাওয়া যাবে মাত্র ২১ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। যারা পাওয়ারফুল এবং স্টাইলিশ ফোন খুঁজছে আকর্ষণীয় দামে তাদের জন্য এই ফোন হবে বাজেটে সেরা পছন্দ।