সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশ কমপিউটার সমিতিতে (বিসিএস) প্রশাসক নিয়োগ

ক.বি.ডেস্ক: বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) বাণিজ্য মন্ত্রণালয়ের লা্ইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজকে বিসিএস এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে জানানো হয়, বিসিএস এর ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ এবং দুই জন পরিচালক সহ মোট সাতজন পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্রসমুহ মহাপরিচালক, বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয় বরাবর প্রেরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বিসিএস এর নব নিযুক্ত প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজ

আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

আদেশে আরও জানানো হয়, বিসিএস এর ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সকলে পদত্যাগ করেছেন বিধায় উক্ত পরিষদকে নোটিশ প্রদান করার সুযোগ নেই। বিসিএস এর ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ বর্তমানে নেই।

বি্সিএস কর্তৃক প্রেরিত আহবায়ক কমিটি বাণিজ্য সংগঠন আইন, ২০২২ ও বাণিজ্য সংগঠন বিধমিালা, ১৯৯৪ এবং সংগঠনটির সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ি আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা নেই। বিসিএস এর সব কার্যক্রমের ধারবাহিকতা বজায় রাখার লক্ষে বাণিজ্য সংগঠন আইন ২০২২, বাণিজ্য সংগঠন বিধমিালা, ১৯৯৪, সংগঠনটির সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ি পরিচালিত হওয়া আবশ্যক।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত চিঠি

উল্লেখ্য, চলতি মাসের ২ সেপ্টেম্বর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে বিসিএস’র ৩৫০ জন্য সদস্যের স্বাক্ষরিত লিখিত চিঠির দাবির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয় ‘জরুরি তলবি সভা’। দেশের আইসিটি খাতের প্রধান এই সংগঠনটি যাতে নেতৃত্ব সংকটের সম্মুখীন না হয় এবং প্রশাসক নিয়োগ যাতে না হয় তারই পরিপ্রেক্ষিতে সদস্যদের সম্মতিক্রমে ‘জরুরি তলবি সভা’র আয়োজন করা হয়।

‘জরুরি তলবি সভা’র মাধ্যমে উপস্থিত সবার সম্মতিক্রমে বিসিএস’র আহবায়ক এর দায়িত্ব দেয়া হয় বিসিএস’র ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের (ইসি) সাবেক পরিচালক ও স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে। সভার সভাপতিত্ব করেন বিসিএস’র সাবেক সভাপতি ড. মো. সবুর খান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *