সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশে এনজিএসও স্যাটেলাইট সেবায় আসছে বিদেশি কোম্পানি

ক.বি.ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ‘বাংলাদেশে নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সেবা প্রদানকারীদের জন্য প্রণীত খসড়া রেগুলেটরি ও লাইসেন্সিং গাইডলাইনস’ শিরোনামে নতুন নির্দেশিকা তৈরি করেছে। যার ওপর মতামত দেয়ার জন্য এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিটিআরসি’র নতুন নির্দেশিকায় বিদেশি প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা বলা হয়েছে। বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খসড়া গাইডলাইনটি সর্বসাধারণের অবগতি এবং মতামতের জন্য www.btrc.gov.bd এই সাইটের নোটিশবোর্ডে প্রকাশ করা হয়েছে। খসড়া গাইডলাইনের ওপর মতামত জানানো যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। মতামত পাঠানো যাবে- mehfuz@btrc.gov.bdzakaria@btrc.gov.bd ই-মেইল আইডিতে।

বাংলাদেশের ভূখণ্ডে যেকোনও ধরনের স্যাটেলাইটভিত্তিক সেবা দেয়ার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী বিটিআরসি’র লাইসেন্স নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে এখন পর্যন্ত নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সেবা দেয়ার জন্য কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স বা অনুমতি দেয়া হয়নি।

বিটিআরসির নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, বৈশ্বিক প্রযুক্তিগত ক্রমবিকাশের ফলে টেলিযোগাযোগ খাতে এনজিএসও স্যাটেলাইট সেবা অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রসার লাভ করছে। এই পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এনজিএসও স্যাটেলাইট সেবা কীভাবে দেয়া যেতে পারে, তার জন্য কমিশন থেকে রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। যার অংশ হিসেবে ইতোমধ্যে একটি খসড়া গাইডলাইন প্রণয়ন করা হয়েছে।

নতুন নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এনজিএসও লাইসেন্সের মেয়াদ হবে পাঁচ বছর। লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা, ইন্ট্রানেট পরিষেবা (দেশীয় ডেটা যোগাযোগ), ইন্টারনেট অব থিংস ও মেশিন-টু-মেশিন যোগাযোগ, গতি পরিষেবায় আর্থ স্টেশন, আর্থ এক্সপ্লোরেশন স্যাটেলাইট পরিষেবা, রিমোট সেন্সিং বা আবহাওয়া সংক্রান্ত পরিষেবা ও বিটিআরসি অনুমোদিত অন্যান্য পরিষেবা দিতে পারবে। তবে এসব প্রতিষ্ঠান সরাসরি বাসায়, সম্প্রচার, স্যাটেলাইট আইএমটি ভিত্তিক পরিষেবা বা টেলিযোগাযোগ পরিষেবা দিতে পারবে না।

নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট হলো এমন একটি স্যাটেলাইট সিস্টেম, যা ভূ-পৃষ্ঠের নির্দিষ্ট স্থানে স্থির না থেকে পৃথিবীকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে। জিওস্টেশনারি স্যাটেলাইট এর মতো এটি একটি নির্দিষ্ট অবস্থানে স্থির থাকে না, বরং পৃথিবীকে নিম্ন এবং মধ্যম কক্ষপথ থেকে প্রদক্ষিণ করে। এনজিএসও প্রযুক্তি বিশেষ করে এলইও কক্ষপথে, স্টার লিংক, ওয়ানওয়েব এবং কুইপারের মতো কোম্পানিগুলোর মাধ্যমে জনপ্রিয়তা পাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *