মোবাইল স্মার্টফোন

বাংলাদেশের বাজারে এলো ফ্ল্যাগশিপ আইটেল এস২৫ সিরিজ

ক.বি.ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তির নতুন সংযোজন, ফ্ল্যাগশিপ ফিচার, অসাধারণ পারফরম্যান্সে দেশের বাজারে উন্মোচন করা হলো আইটেল এস২৫ সিরিজ স্মার্টফোন। এই সিরিজে রয়েছে দুটি মডেল এস২৫ এবং এস২৫ আল্ট্রা, যা ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা দেয়ার জন্য তৈরি।

সম্প্রতি গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশে ‘আইটেল এস২৫ সিরিজ’ এর নতুন দুটি স্মার্টফোনের উন্মোচন করেন আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ, অভিনেত্রী সালহা খানম নাদিয়া, আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক।

আইটেল এস২৫ এবং এস২৫ আল্ট্রা দুটি মডেলেই ১০০ দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস এবং দুই বছরের ওএস আপডেট গ্যারান্টি রয়েছে। এস২৫ এর মূল্য ১৩,৯৯০ টাকা এবং এস২৫ আল্ট্রা এর মূল্য ১৯,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

আইটেল এস২৫ আল্ট্রা
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮-ইঞ্চি সুপার ব্রাইট থ্রিডি-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস সেভেন আই। রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক, ৬.৯মিমি আল্ট্রা-স্লিম বডি, মেটাল ফ্রেম, এবং আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। ব্যবহৃত হয়েছে টাইগার ৬২০ অক্টা-কোর প্রসেসর, ২৫৬ জিবি স্টোরেজ + ১৬ জিবি (৮+৮) এক্সটেন্ডেড র‍্যাম, ৫০০০এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। মেইন ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ম্যাক্রো লেন্স এবং ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এআই ফিচারের মধ্যে রয়েছে এআই ওয়ালপেপার, এআই নয়েজ রিডাকশন এবং আস্ক এআই ফিচার।

আইটেল এস২৫
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮-ইঞ্চি সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০০-নিট পিক ব্রাইটনেস। রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক, আইপি ৫৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ৭.৩মিমি স্লিম ডিজাইন। পারফরম্যান্সের জন্য রয়েছে টাইগার ৬২০ প্রসেসর, ১২৮ জবি স্টোরেজ + ১২ জিবি (৬+৬) এক্সটেন্ডেড র‍্যাম। ৫০ এমপি আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা এবং ৩২ এমপি এআই সেলফি ক্যামেরা। পাশাপাশি আইআর রিমোট কন্ট্রোল, এনএফসি ও ডিটিএস-পাওয়ার্ড সাউন্ড সহ অনেক ফিচার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *