বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’
ক.বি.ডেস্ক: চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হলো ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর আয়োজনে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী (১৫-১৭ জানুয়ারি) এই মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ৯৬টি স্টল থাকছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ উল বারী (অব.)। এ সময় উপস্থিত ছিলেন আইএসপিএবি’র সভাপতি মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, মেলার আহ্বায়ক আনোয়ারুল আজিম এবং চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্স।
আজ (১৫ জানুয়ারি) মেলার প্রথম দিন থাকছে সেমিনার ও আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থাকছে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ ও লাইভ কনসার্ট। শুক্রবার (১৭ জানুয়ারি) সমাপনী দিনে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ও সমাপনী আয়োজন থাকছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে আইসিটি) খাতে যুক্ত করতে এবং সাধারণ জনগণ এবং ব্যবহারকারীদের প্রযুক্তির সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে এ মেলার আয়োজন। এই মেলা তরুণ প্রজন্ম, আইসিটি উদ্যোক্তা এবং প্রযুক্তিপ্রেমীদের সংযুক্ত করার জন্য একটি বিশেষ মঞ্চ হিসাবে কাজ করবে। এই মেলার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংযুক্ত করা হবে, যাতে তারা নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারে। এই মেলায় দেশি-বিদেশি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান ও আইটি সেক্টেরে কাজ করা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে।
‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’ এর পৃষ্ঠপোষক অ্যাম্বার আইটি, ফাইবার অ্যাট হোম, টিপি-লিংক, সিডাটা, এক্সাবাইট লিমিটেড, আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেড, রেস অনলাইন, বাহন লিমিটেড, সামিট কমিউনিকেশন এবং উইন্ড স্ট্রিমস। মেলার বিস্তারিত: https://cictf.com/।