ফুডপ্যান্ডার ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’
ক.বি.ডেস্ক: খাবার অর্ডার করে পাউ-পাউ প্লাশি জিতে নেয়ার জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করেছে দেশের অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’ নামে এই ক্যাম্পেইনের আওতায় ১০টি ফুড ডেলিভারি অর্ডার সম্পন্ন করে গ্রাহকরা জিতে নিতে পারবেন লিমিটেড এডিশন এর ‘পাউ-পাউ প্লাশি’। এ ক্যাম্পেইন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার গ্রাহকেরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।
প্লাশি জিততে হলে ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহককে ফুডপ্যান্ডা অ্যাপ থেকে অন্তত ১০টি ফুড অর্ডার দিতে হবে এবং প্রতি অর্ডারের ন্যূনতম মূল্য হতে হবে ৬০০ টাকা। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫০০ জনকে সীমিত সংস্করণের পাউ-পাউ প্লাশি উপহার হিসেবে দেয়া হবে। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একটি প্লাশি জেতার সুযোগ পাবেন। আগামী ২৮ ডিসেম্বর ক্যাম্পেইন শেষ হওয়ার পর ফুডপ্যান্ডার উদ্যোগে বিজয়ীদের কাছে সরাসরি পাউ-পাউ প্লাশি পৌঁছে দেয়া হবে।





