‘প্লাজমা ব্যাংক’ তৈরি করবে বাক্কো
ক.বি.ডেস্ক: বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে কোভিড আক্রান্ত সকলকে সহযোগিতা করতে অনলাইনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। ভাইরাসে আক্রান্তদের চিকিতসায় প্লাজমা থেরাপির কার্যকারিতার পরিপ্রেক্ষিতে ‘প্লাজমা ব্যাংক’ তৈরি করার উদ্যোগ গ্রহনের প্রস্তাব রাখেন বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রোগীদের সুস্থ করে তুলতে প্লাজমা ব্যাংক তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বাক্কোর বেশিরভাগ সদস্য প্রতিষ্ঠান।
সম্প্রতি বাক্কো আয়োজিত মিট দ্যা মেম্বারস শীর্ষক অনলাইন সভায় বাক্কো কার্যনির্বাহী কমিটির উপস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া অনুষ্ঠানের মাধ্যমে সকল নতুন এবং পূর্ববর্তী বাক্কো সদস্যরা একত্রিত হয়ে একে অপরের সঙ্গে পরিচিত হন এবং মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের প্রমুখ।