আনুষাঙ্গিক মোবাইল

পুরনো যেকোনও স্মার্টফোন বদলে নিন নতুন অনার ডিভাইস

ক.বি.ডেস্ক: অনার সম্প্রতি বাংলাদেশে একটি ডিভাইস এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে যেকোনও ব্র্যান্ডের স্মার্টফোন বদলে নেয়া যাবে একটি নতুন অনার ডিভাইস। ফোনের বাজারদর বা মডেল যা-ই হোক না কেন এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় যেকোনও ব্র্যান্ডের এবং যেকোনও মডেলের স্মার্টফোন ব্যবহারকারী তার ব্যবহৃত ফোনটি পরিবর্তন করে নিতে পারবেন একটি নতুন অনার স্মার্টফোন।

গ্রাহকদের জন্য ন্যায্য মূল্য এবং সহজ এক্সচেঞ্জ প্রক্রিয়া নিশ্চিত করতে ডিভাইস মূল্যায়ন এবং আপগ্রেড সমাধানদাতা প্রতিষ্ঠান ‘ফ্লিপার’ এর সঙ্গে অনার অংশীদারিত্ব করেছে। ফ্লিপার এর মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে অনার এর ব্র্যান্ড স্টোরের কর্মীরা পুরাতন ফোনের বর্তমান বাজারমূল্য মূল্যায়ন করবেন। তাদের এই মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত মূল্য নতুন অনার ডিভাইসের মূল মূল্য থেকে বিয়োগ করা হবে। এতে করে গ্রাহকেরা আরও সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দমত অনার স্মার্টফোন কিনতে পারবেন।

এই এক্সচেঞ্জ অফারটি বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সকল অনার স্মার্টফোনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ছাড়াও, নতুন অনার স্মার্টফোন কেনার সময় কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও থাকছে, যাতে বিভিন্ন আয়ের গ্রাহকেরা তাদের সুবিধা অনুযায়ী ফোন ক্রয় করতে পারেন। এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত: https://smart-honor.com/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *