আনুষাঙ্গিক মোবাইল

পিকাবুর মোবাইলফেস্টে রিয়েলমি

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইলপ্রেমীদের জন্য অনলাইন শপিং প্ল্যাটফর্ম পিকাবুর সঙ্গে অংশীদারিত্বে ‘মোবাইলফেস্ট’ অনলাইন ক্যাম্পেইন নিয়ে এসেছে। ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ ছাড়ে পছন্দের রিয়েলমি’র স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ থাকছে। আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলা এই ক্যাম্পেইন থেকে এখন খুব সহজেই নিজের ডিভাইসটিকে আপগ্রেড করে নেয়ার সুযোগ থাকছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্রেতারা নির্দিষ্ট রিয়েলমি স্মার্টফোনে সর্বোচ্চ ২,৫০০ টাকা ছাড়, সর্বোচ্চ ১২ মাসের জন্য ০% ইএমআই এবং ঢাকায় ফ্রি ডেলিভারির সুযোগ উপভোগ করতে পারবেন। রিয়েলমি ১৪ ফাইভজি (১২/২৫৬) এখন পাওয়া যাচ্ছে ৩৯,৪৯৯ টাকায়। রিয়েলমি ১৪টি ফাইভজি (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ৩০,৪৯৯ টাকায়; রিয়েলমি ১২ (৮/২৫৬) ২৩,৯৯৯ টাকায়; রিয়েলমি সি৭৫ (৮/১২৮) ১৮,৯৯৯ টাকায়।

পিকাবু থেকে রিয়েলমির যেকোনও ডিভাইস কেনার ক্ষেত্রে ক্রেতা বাজারমূল্য ও ছাড়কৃত মূল্য যাচাই করে নিতে পারবেন। নির্দিষ্ট মডেল ছাড়াও, রিয়েলমির আরও বেশকিছু স্মার্টফোন পিকাবু থেকে আকর্ষণীয় ছাড়ে কেনা যাবে। সীমিত সময়ের এই সুযোগটি থাকতে থাকতেই অবিশ্বাস্য মূল্যে আপনার পছন্দের রিয়েলমির স্মার্টফোনটি কিনে নিন, এখনই। বিস্তারিত: www.realme.com/bd।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *