মোবাইল স্মার্টফোন

পানির নিচে ছবি ও ভিডিও ধারণে আসছে ‘অপো রেনো১৩ সিরিজ’

ক.বি.ডেস্ক: পানির নিচে ছবি ও ভিডিও ধারণে প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে ‘অপো রেনো১৩ সিরিজ’। পানির দুই মিটার নিচেও ত্রিশ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ থাকছে। পানির তলদেশে ছবি ও ভিডিওয়ের ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) রিভার ক্রুজ প্রোগ্রামের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে ‘অপো রেনো১৩ সিরিজ’-এর আসন্ন ‘রেনো১৩ ৫জি’ এবং ‘রেনো১৩ এফ ৪জি’ স্মার্টফোন দুটির বিস্তারিত তথ্য তুলে ধরেন অপো বাংলাদেশ এর প্রডাক্ট ট্রেনিং ম্যানেজার এম এইচ রাকিব। এ সময় উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ এর ব্রান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব।

‘রেনো১৩ ৫জি’ এবং অপো ‘রেনো১৩ এফ ৪জি মডেলের স্মার্টফোনগুলো পানির নিচে ছবি ও ভিডিও ধারণের ফিচার সম্বলিত দেশের প্রথম স্মার্টফোন। সর্বাধুনিক এই স্মার্টফোনগুলোর মাধ্যমে পানিতেও ভালো-মানসম্পন্ন, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। এটি সম্ভব হয়েছে আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স এর মাধ্যমে।

রয়েছে ‘এআই লাইভফটো’র নতুন ফিচার, এআই প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইভ ফটো সুবিধাকে বহুমাত্রায় বৃদ্ধি করে এবং প্রিয় মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলে। শাটার প্রেস করার পূর্বে ও পরবর্তীতে এটি স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ড এর ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে নেয়। ব্যবহারকারীরা তাদের পছন্দের মুহূর্তগুলো নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন।

এই স্মার্টফোনের ‘এআই এডিটর’ স্যুট দিচ্ছে- ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’, এই ফিচারটি ঝাপসা কিংবা লো-রেজ্যুলেশনের ছবিকে হাই-কোয়ালিটি ভিজ্যুয়ালে রূপান্তরে সাহায্য করে। ‘এআই আনব্লার’ এর মাধ্যমে মোশন-ব্লারড শট এর শার্পনেস বৃদ্ধি, ‘এআই রিফ্লেকশন’ রিমুভার এর মাধ্যমে অযাচিত রিফ্লেকশন মুছে ফেলা, ‘এআই ইরেজার ২.০’ এর মাধ্যমে ছবির সৌন্দর্য ঠিক রেখেই অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে দেয়ার মতো অতি প্রয়োজনীয় কাজগুলো সহজেই করা সম্ভব হয়।

গেমার্স ও স্ট্রিমারদের রয়েছে ‘এআই লিংকবুস্ট ২.০’, এটি ‘লো-সিগনাল’ অথবা ‘ক্রাউডেড এরিয়া’তে ‘সিগন্যাল রিসেপশন অ্যান্ড প্রায়োরাইটাইজিং’ এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেটওয়ার্ক শক্তিশালী রাখতে ভূমিকা রাখে। ৯টি ৩৬০° ডিগ্রি অ্যান্টেনা, ডুয়েল-চ্যানেল ওয়াই-ফাই, ব্লুটুথ অ্যাসিলারেশন, এর মাধ্যমে এ প্রযুক্তি নির্বিঘ্ন, নিরবচ্ছিন্ন গেমিং, স্ট্রিমিং ও ফাইল শেয়ারিং অভিজ্ঞতা দিয়ে থাকে।

‘অপো রেনো১৩ সিরিজ’-এ রয়েছে, এআই সম্বলিত আরও কিছু উন্নত প্রযুক্তির ডকুমেন্টেশন টুলস; যেমন- লেখা সামারাইজেশন ও এডিটিং এর জন্য ডকুমেন্টস অ্যাপ, ফরম্যাটিং ও কনটেন্ট এক্সপ্যানশন সক্ষমতার এআই অ্যাসিসটেন্ট নোটস। এই ফোনের আপগ্রেডেড এআই টুলবক্স ২.০ আরও বেশি ভাষা সাপোর্ট করে এবং অ্যাক্টিভ অ্যাপগুলোর সঙ্গে তা সহজেই ব্যবহার করা যায়। ‘আইওএস’ অপারেটিং সিস্টেম এর সঙ্গে সংযোজন। এই স্মার্টফোনের মাধ্যমে ‘ও+( O+) কানেক্ট অ্যাপ ব্যবহার করে নির্বিঘ্নে অপো ফোন এবং ‘আইওএস’ এর মধ্যে ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ার করা যায়।

রেনো১৩ ৫জি স্মার্টফোনটিতে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভোগ চার্জিং, ১২ জিবি র‍্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে পাম হোয়াইট এবং লুমিনাস ব্লু এই দুটি রঙে। মূল্য মাত্র ৬৯,৯৯০ টাকা।

রেনো১৩ এফ ৪জি স্মার্টফোনটিতে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ৫৮০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং, ৮ জিবি র‍্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম। এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে। মূল্য ৩৪,৯৯০ টাকায়।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ‘অপো রেনো১৩ সিরিজ’ প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারে থাকছে অনলাইন লটারির মাধ্যমে বিশেষ উপহার সহ ড্রিম ট্রিপ জেতার সুযোগ। সঙ্গে আরও রয়েছে অপো ট্রাভেল ব্যাগ এবং ১০০% শিওর শট অপো সুপার শিল্ড কার্ড সহ নানা আয়োজন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *