দ্রুত চার্জিংয়ের নতুন যুগ, সিটি আইটি মেগা ফেয়ারে উন্মোচন হলো এলডিনিও
ক.বি.ডেস্ক: স্মার্টফোন থেকে ল্যাপটপ ডিজিটাল জীবনে চার্জিং ডিভাইস এখন অপরিহার্য। সেই প্রয়োজনকে সামনে রেখে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’-এ উন্মোচিত হলো আন্তর্জাতিক চার্জিং ব্র্যান্ড এলডিনিও (LDNIO)। এটি সাধারণ চার্জার নয়, পুরো একটি চার্জিং ইকোসিস্টেম নিয়েই হাজির হয়েছে এই প্রতিষ্ঠান। দ্রুত চার্জিং, স্মার্ট পাওয়ার স্ট্রিপ, মাল্টি-পোর্ট চার্জার সব মিলিয়ে প্রতিদিনের প্রযুক্তিজীবনকে আরও সহজ করতে প্রস্তুত এলডিনিও। এলডিনিও-এর চার্জিং ডিভাইস দেশের বাজারে বাজারজাত করছে লজিটেক কমপিউটার্স।
আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ের আইডিবি ভবনে বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি আয়োজিত ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’-এ এলডিনিও’র চার্জিং ডিভাইস উন্মোচন করেন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টাদ্বয় মোহাম্মদ জসিম উদ্দীন খোন্দকার ও গৌতম সাহা এবং এলডিনিও’র পরিবেশক প্রতিষ্ঠান লজিটেক কমপিউটার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএস’র সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালকদ্বয় মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসেইন; বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান, মহাসচিব ও মেলার আহবায়ক মো. জাহেদ আলী ভূঁইয়া, সহসভাপতি ফজলুল বারি লিটন, যুগ্ম মহাসচিব মো. জাহেদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মশিউর রহমান রাজু।

২০০২ সালে চীনের শেনজেনে যাত্রা করা এলডিনিও আজ ১০০টির বেশি দেশে জনপ্রিয়। শুরুটা ছিল সাধারণ মোবাইল চার্জার দিয়ে এখন তাদের পণ্যের তালিকায় রয়েছে ডেটা কেবল, পাওয়ার ব্যাংক, স্মার্ট এক্সটেনশন সোকেট, ইউএসবি হাব, গাড়ির চার্জার এমনকি অডিও প্রোডাক্টও। অন্য আন্তর্জাতিক ব্র্যান্ডের তুলনায় এলডিনিও’র ডিভাইসগুলো অনেক বেশি বাজেট–ফ্রেন্ডলি। বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে ব্র্যান্ডটির দ্রুত বিস্তার এই সাশ্রয়ী মূল্যের কারণেই।
স্মার্টফোন চার্জার কম মূল্যের সেগমেন্ট, মাল্টি-পোর্ট চার্জার ভ্রমণকারী ও পেশাদারদের পছন্দ, স্মার্ট পাওয়ার স্ট্রিপ বাড়ি বা অফিসে একাধিক ডিভাইস ব্যবহারে সুবিধাজনক, ইউএসবি-সি, লাইটনিং, মাইক্রো-ইউএসবি সব ধরনের কেবলের পূর্ণ ভ্যারাইটি। এভাবে এলডিনিও বাজেট সচেতন ব্যবহারকারীদের জন্য তৈরি করেছে একটি সম্পূর্ণ চার্জিং ইকোসিস্টেম।
লজিটেক কমপিউটার্সের সিইও মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘‘বাজেট চার্জারের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও এলডিনিও আন্তর্জাতিক মান অনুসরণ করে। বেশিরভাগ মডেলেই রয়েছে ওভার-ভোল্টেজ, ওভার-কারেন্ট, ওভার-হিট ও শর্ট-সার্কিট প্রটেকশন যা ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করে। সাশ্রয়ী মূল্য, আধুনিক চার্জিং প্রযুক্তি ও বিস্তৃত পণ্যের ভ্যারাইটি এই তিন শক্তির সমন্বয়ে এলডিনিও এখন দ্রুত চার্জিং ডিভাইসের গ্লোবাল মার্কেটে একটি শক্তিশালী অপশন। বাজেট থেকে মিড-রেঞ্জ সব ধরনের ব্যবহারকারীর জন্যই ব্র্যান্ডটি হয়ে ওঠছে একটি বাস্তবসম্মত, নির্ভরযোগ্য ও প্রযুক্তিবান্ধব সমাধান।’’





