সাম্প্রতিক সংবাদ

দেশে উন্মোচিত হলো ডট বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার

ক.বি.ডেস্ক: ‘বিটিআরসি.বাংলা’ ডোমেইনে বিটিআরসি’র নিজস্ব ওয়েবসাইট এবং ই-মেইল অ্যাপ্লিকেশন উন্মোচন করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)- এর যৌথ আয়োজনে এবং ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইকান)- এর সহযোগিতায় আয়োজিত কারিগরি কর্মশালা ও বিশেষ সম্মেলন “ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্স দিবস ২০২৫” উদযাপনকালে এ দুটি প্ল্যাটফর্ম উন্মোচন করা হয়।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) বিটিআরসি’তে অনুষ্ঠিত ‘ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্স দিবস ২০২৫’-এ দুটি প্ল্যাটফর্ম উন্মোচন করেন বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ। অনলাইনে সংযুক্ত ছিলেন আইকান’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সমীরণ গুপ্ত।

এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসি’র মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, উপপরিচালক ড. শামসুজ্জোহা, স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন; বিটিসিএল’র ডোমেইন ডিভিশনের ম্যানেজার মোস্তফা আল মামুন; আইকান বোর্ডের পরিচালক সাজিদ রহমান; বিআইজিএফ’র চেয়ারপার্সন মোহাম্মদ আমিনুল হাকিম; আইএসপিএবি’র সভাপতি মো. ইমদাদুল হক; বিআইজিএফ’র মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনু সহ বিটিআরসি’র উধ্বর্তন কর্মকর্তাগণ।

মো. এমদাদ উল বারী বলেন, “যোগাযোগের জন্য মাতৃভাষার বিকল্প নেই। অন্য ভাষায় নিজেকে প্রকাশ করতে গেলে অনেক ক্ষেত্রেই তা আরও জটিল হয়ে ওঠে। অনেক সময়ই সামাজিক ও সাংস্কৃতিক বিষয় অন্য ভাষায় প্রকাশ করা যায় না। ডিজিটাল ডিভাইড কমিয়ে আনতে কানেক্টিভিটি ও ইন্টারনেট ব্যবহার- এই দুই ক্ষেত্রেই ব্যবধান কমিয়ে আনতে হবে।”

মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, “ইন্টারনেট জগতে ৪৯.২ ভাগ কনটেন্ট ইংরেজি, অথচ ইংরেজীভাষী জনসংখ্যা পৃথীবীতে মাত্র ১৬%। ফলে বহু দেশের বহু ভাষার মানুষ তার নিজস্ব ভাষায় ইন্টারনেট কনটেন্ট ব্যবহার করতে পারছেনা। চ্যাটজিপিটিসহ এআই মডেলগুলো ইংরেজি ও পশ্চিমা ভাষার ওপর বেশি জোর দিয়েছে। বাংলায় ইন্টারনেটকেন্দ্রিক কনটেন্ট, ইন্টারফেস এবং বিভিন্ন ভাষায় ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা জরুরি। এটি আমাদের দেশ, জাতি এবং সমাজের অর্থনৈতিক, সংস্কৃতিক ও প্রযুক্তিগত বিকাশের জন্য একান্ত জরুরী।”

সাজিদ রহমান বলেন, “ইন্টারনেট সবাইকে এক সুতোয় বাধার জন্য চালু হলেও ভাষার কারনে অনেক ক্ষেত্রেই তা বিভক্তি তৈরি করেছে। আমরা যদি অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল ভবিষ্যত গড়তে চাই, তবে সকল মানূষকে সমানভাবে ইন্টারনেটের সঙ্গে সম্পকৃত হবার সুযোগ দিতে হবে। এজন্য বিটিআরসি’র এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপুর্ণ। এর ফলে সকল স্টেকহল্ডারদের নিয়ে কার্যকরভাবে ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্স এর ইকোসিস্টেম তৈরি করা সম্ভব হবে।”

কারিগরি সেশনে ভাষার সার্বজনীন ব্যবহার, ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেইম এবং ইমেইল অ্যাড্রেস ইন্টারন্যাশনালাইজেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আইকান-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের টেকনিক্যাল এনগেজমেন্ট ম্যানেজার চাম্পিকা উইজয়তুনগা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *