উদ্যোগ

দেশে ইভি বিপ্লবে যৌথ পথে গ্রামীণফোন ও জাপানের গ্লাফিট

ক.বি.ডেস্ক: জাপানের গ্লাফিটের বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির সঙ্গে গ্রামীণফোনের আইওটি ও ডিজিটাল কানেক্টিভিটি সলিউশন ‘আলো কানেক্ট এমটুএম’ প্ল্যাটফর্মের সমন্বয় করা হবে। স্মার্ট ব্যাটারি এক্সচেঞ্জ স্টেশন স্থাপন এবং বৈদ্যুতিক মোটরসাইকেল ও স্কুটারের জন্য আইওটি-বিশিষ্ট স্মার্ট মিটার চালু করবে গ্রামীণফোন ও গ্লাফিট। এর ফলে কার্যকারিতা বাড়বে, পণ্যের সহজলভ্যতা তৈরি হবে এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

এ লক্ষ্যে দেশের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন জাপানের গ্লাফিট বাংলাদেশের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। গ্লাফিট বাংলাদেশ, জাপানের গ্লাফিট ইনকর্পোরেশনের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান, যা ব্যক্তিগত বৈদ্যুতিক যানবাহন উন্নয়ন, উৎপাদন ও বিপণনের জন্য সুপরিচিত।

সম্প্রতি গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং গ্লাফিটের চিফ এক্সিকিউটিভ অফিসার তেইজো নারুমি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।

ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “ডিজিটাল উদ্ভাবনকে টেকসই যানবাহনের সঙ্গে সমন্বিত করার একটি দূরদর্শী পদক্ষেপ এই পার্টনারশিপ। গ্রামীণফোনে আমরা প্রতিনিয়ত এমন পার্টনাশিপ গড়ে তুলছি যা আমাদের উন্নত আইসিটি ও আইওটি সক্ষমতাকে বাস্তব জীবনে কাজে লাগাবে। গ্লাফিটের সঙ্গে সহযোগিতামূলক পদক্ষেপ এমন একটি অঙ্গীকারের প্রতিফলন যেখানে প্রযুক্তি অগ্রগতিকে ত্বরান্বিত এবং মানুষ, ব্যবসা ও শিল্পখাতের ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ ও স্মার্ট ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।”

তেইজো নারুমি বলেন, “গ্রামীণফোনের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে দেশে পরবর্তী প্রজন্মের যানবাহন সেবা আনার সুযোগ হলো। যে যানবাহন হবে পরিবেশবান্ধব ও ডিজিটালি স্মার্ট। সবার জন্য বৈদ্যুতিক যানবাহনকে আরও সহজলভ্য ও কার্যকর করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *