দারাজ চালু করেছে একটি বিশেষ শপিং চ্যানেল ‘চয়েস’

ক.বি.ডেস্ক: কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ চালু করেছে একটি বিশেষ শপিং চ্যানেল ‘চয়েস’। এর ফলে শপিং হবে এখন আরও স্মার্ট, দ্রুততর ও উপভোগ্য। গ্রাহকরা পাবেন উন্নত মানের বাছাইকৃত পণ্য, দ্রুত ডেলিভারি এবং এক্সক্লুসিভ ডিল। নতুন এই প্ল্যাটফর্মে ৪,০০০-এর বেশি টপ-রেটেড পণ্য পাওয়া যাবে, যা সিঙ্গেল-কার্ট ও সিঙ্গেল-ওয়্যারহাউস মডেলে পরিচালিত হবে।
ফলে গ্রাহকরা একসঙ্গে একাধিক পণ্য কিনতে পারবেন এবং মাত্র ১-৩ দিনের মধ্যেই দ্রুত ডেলিভারি পাবেন। তিন বা ততোধিক পণ্য কেনাকাটায় মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা, আর ৭ দিনের ঝামেলামুক্ত রিটার্ন পলিসিও থাকছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফ্যাশন, স্বাস্থ্য ও সৌন্দর্য, ইলেকট্রনিক্স এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির প্রয়োজনীয় পণ্য যুক্ত করা হয়েছে এই প্ল্যাটফর্মে।
শুধু গ্রাহকরাই নয়, বিক্রেতারাও ‘চয়েস’থেকে বিশেষ সুবিধা পাবেন। অগ্রাধিকার ভিত্তিক পণ্য প্রচার, সুগঠিত ও দ্রুত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বিক্রেতারা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন, যা তাদের বিক্রয় বৃদ্ধি ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
গ্রাহকরা দারাজ অ্যাপে ‘চয়েস’ প্ল্যাটফর্ম ঘুরে দেখতে পারবেন। হোমপেজ অথবা নির্দিষ্ট ‘চয়েস’ অনুসন্ধান ফিল্টারের মাধ্যমে সহজেই নতুন কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করা যাবে।