উদ্যোগ

দশ বছরে দারাজ: ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল

ক.বি.ডেস্ক: ই–কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ এর দশ পূর্তি উপলক্ষে আয়োজন করছে ‘৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল’। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এই সেলের উদ্বোধন হবে এবং চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবার থাকছে গ্রাহকদের জন্য নানা সুযোগ–সুবিধা। ফ্ল্যাশ সেল ও মেগা ডিলে থাকছে ৯ টাকার ডিল, সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, শ্রীলঙ্কায় ভ্রমণের পারিবারিক ট্যুর প্যাকেজ জেতার সুযোগ।

‘দারাজ জ্যাকপট: বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতা চলবে পুরো ক্যাম্পেইন সময়জুড়ে। সর্বাধিক সংখ্যক সফল অর্ডার সম্পন্নকারী গ্রাহকরা পাবেন পরিবার নিয়ে শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজ ও নতুন রেফ্রিজারেটর। ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় গ্রাহকরা যাঁরা সবচেয়ে বেশি পণ্য কার্টে যোগ করবেন এবং ক্যাম্পেইন চলাকালীন সময় অন্তত একটি ক্রয় সম্পন্ন করবেন, তাঁদের জন্য থাকছে এক্সক্লুসিভ পুরস্কার।

গ্রাহকদের জন্য বিশেষ অফার হিসেবে রাখা হয়েছে ৯, ৯৯, ৯৯৯ এবং ৯৯৯৯ টাকার ডিল, যা থাকবে হাজারও পণ্যে এবং পাওয়া যাবে বিভিন্ন সময়ে। পাশাপাশি থাকছে স্টোরজুড়ে ডাবল টাকা ভাউচার, শীর্ষ ব্র্যান্ডে ২০-৫০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাট ছাড় এবং নির্বাচিত পণ্যে ৫০% ফ্ল্যাট ছাড়। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইটজুড়ে শিপিং ডিসকাউন্ট।

উদ্বোধনী দিনে থাকছে বিশেষ আয়োজন ‘মিডনাইট রাশ আওয়ার’। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় শুরু হওয়ার পর রাত ৯টা – ১০টা এবং রাত ১২টা – ১টা পর্যন্ত পাওয়া যাবে ৮-৯ শতাংশ পর্যন্ত বিশেষ ভাউচার। এ ছাড়া পুরো ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যেকোনও সময় ফ্ল্যাশ ভাউচার সংগ্রহ করে বিশেষ মূল্যছাড় উপভোগ পারবেন। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত থাকছে ফ্ল্যাশ ড্রপস, যেখানে দেয়া হবে জনপ্রিয় পণ্যে এক্সক্লুসিভ ছাড়।

রিয়েল–টাইম আপডেট, প্রতিযোগিতার ঘোষণা এবং ফ্ল্যাশ ড্রপস সম্পর্কিত তথ্য জানতে গ্রাহকদের দারাজ অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকতে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *