থ্রিডি কার্ভড অ্যামোলেড ও এআই ফিচারে আসছে আইটেল সুপার ২৬ আলট্রা

ক.বি.ডেস্ক: স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সুপার ২৬ আলট্রা খুব শীঘ্রই দেশের বাজারে নিয়ে আসছে। উন্মোচন করেছে। নতুন এই ডিভাইসটি উন্নত ডিজাইন, ফ্ল্যাগশিপ-লেভেল ডিসপ্লে, টেকসই নির্মাণ ও শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে; একইসঙ্গে, এটি সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটির মূল্য ২০,০০০ টাকা।
নতুন সুপার ২৬ আলট্রা ডিভাইসটি ৬.৮ মিলিমিটারের সুপার স্লিম ডিজাইনে আসছে। এর থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লেতে ১.৫ কে রেজ্যুলেশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে রয়েছে ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস। এতে ব্যবহৃত কর্নিং গরিলা গ্লাস ৭আই ও টাইটানশিল্ড আর্কিটেকচার ডিভাইসে অতিরিক্ত শক্তি যোগ করে এবং রেইন অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স ফোনটিকে প্রতিদিনের চাহিদা পূরণের উপযোগী করে তোলে।
এনএফসি ওয়ান-টাচ শেয়ারিং, ১.২ কিলোমিটার আলট্রা-লিংক কানেক্টিভিটি ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল থাকছে। এর ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সারাদিনের নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে। সর্বাধুনিক এআই ফিচারের মধ্যে রয়েছে এআই ইমেজ এডিটর, সিনেমাটিক ভ্লগ জেনারেটর, এআই ক্যামেরা ইরেজার এবং সার্কেল টু সার্চ ফিচার। আইটেলের এআই অ্যাসিস্ট্যান্ট সোলা প্রতিদিনের কাজ ও বিনোদনকে আরও সাবলীল করে তোলে।