আনুষাঙ্গিক মোবাইল

তারুণ্যের শক্তির জয়গানে এআই প্রযুক্তিনির্ভর অফার নিয়ে এল রাইজ

ক.বি.ডেস্ক: বাংলাদেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। তারা সম্ভাবনাময় শক্তি, সৃজনশীলতা ও উদ্যমের উৎস। তরুণদের শুধুমাত্র কানেক্টিভিটি সেবাই নয়, ডিজিটাল দুনিয়ায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় টুলস ব্যবহারেরও সুযোগ থাকা উচিত। এ ভাবনা থেকেই বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর তারুণ্যের লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ চালু করেছে বিশেষ সব অফার ও বান্ডল।

তরুণদের ক্ষমতায়ন এবং তাদের দক্ষ করে তোলা ও অন্তর্ভুক্তির মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রাইজ নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবার পাশাপাশি অত্যাধুনিক এআই টুলস নিয়ে এসেছে। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে, ৬ মাসের বিভিন্ন সুবিধাসহ নতুন সিম চালু করা হয়েছে, যেখানে থাকছে ৫০ জিবি ডেটা ও ৩০০ মিনিট। আরও থাকছে, টফির প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করা ও এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুযোগ।

রাইজের এআই প্রযুক্তিনির্ভর সেবার মধ্যে রয়েছে- যেকোনও ডকুমেন্ট সহজে সংক্ষেপিত করার টুল ‘সামারাইজ’; লেখার মান উন্নত করার জন্য ‘গ্রামারাইজ’ ও সৃজশীলতা প্রকাশে ‘অ্যাভাটারাইজ।’ এ টুলগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি অ্যাকাডেমিক ক্ষেত্রেও সফলতা অর্জনে ভূমিকা রাখবে।

এ ছাড়াও, তরুণদের চাহিদা অনুযায়ী রাইজ চালু করেছে চারটি নতুন বান্ডল, যেখানে রয়েছে ডেটা ও ভয়েস মিনিট। সঙ্গে রয়েছে আনলিমিটেড ডেটা কলিং এবং টফির প্রিমিয়াম কনটেন্ট দেখা ও এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুবিধা। সিম অফার ছাড়াও উন্মোচন করা বান্ডলে রয়েছে উচ্চগতির ইন্টারনেট, ভয়েস মিনিট, টফি প্রিমিয়াম উপভোগের সুযোগ এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ইমোর মত প্ল্যাটফর্মে আনলিমিটেড ডেটা কলিং -এর সুবিধা।

স্টার্টার প্যাকে রয়েছে ৯৭ টাকায় ৩ দিনের মেয়াদে ৭ জিবি ডেটা। ব্লেইজ বান্ডলে রয়েছে ১৯৭ টাকায় ৭ দিনের মেয়াদে ২৫ জিবি ডেটা ও ৫০ মিনিট। ভাইব প্ল্যানে ২৯৭ টাকায় ৩০ দিন মেয়াদে জন্য ২৫ জিবি ডেটা ও ২০০ মিনিট। ফ্লাই বান্ডলে রয়েছে ৪৯৭ টাকায় ৩০ দিন মেয়াদে ৬০ জিবি ডেটা ও ৩০০ মিনিট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *