সাম্প্রতিক সংবাদ

‘ঢাকা কমপিউটার সিটি’ নতুন দিগন্ত, প্রযুক্তিপ্রেমীদের নতুন ঠিকানা

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (তুষার): বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত হচ্ছে নতুন এক গন্তব্য, ‘ঢাকা কমপিউটার সিটি’। রাজধানীর প্রাণকেন্দ্র নিউ ইস্কাটন রোডে গড়ে তোলা এই আধুনিক কমপ্লেক্সে এক ছাদের নিচে মিলবে কমপিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ফোন, গ্যাজেট ও প্রযুক্তিপণ্য কেনাবেচার অভাবনীয় সুযোগ। যারা বলেন ‘প্রযুক্তিই আমার প্যাশন’, তাদের জন্য এটি হবে রাজধানীর নতুন “গ্যাজেট হটস্পট”।

আধুনিক প্রযুক্তি মার্কেটের নতুন সংযোজন
১৫ তলা এই আধুনিক ভবনটি দেশের অন্যতম উচ্চমানের কমপিউটার কমপ্লেক্স হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখানে পাওয়া যাবে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানদের ল্যাপটপ, ডেস্কটপ, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং ডিভাইস, প্রিন্টার, গেমিং অ্যাকসেসরিজ, মোবাইল ফোন সহ সবধরনের ডিজিটাল পণ্য ও সার্ভিস সেন্টার। প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি হবে একসঙ্গে গ্যাজেট শিকার, নেটওয়ার্কিং ও আনন্দের মিশেল।

ঢাকা কমপিউটার সিটি
২, নিউ ইস্কাটন রোডে অবস্থিত ১৫ তলা ভবনের আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন এই প্রযুক্তিপণ্যের বাজারে ক্রেতাদের জন্য আরামদায়ক শপিং অভিজ্ঞতা নিশ্চিতে থাকছে- অত্যাধুনিক লিফট ও সর্বাধুনিক এসির ব্যবস্থা এবং স্ট্যান্ডবাই জেনারেটর। আধুনিক ও উন্নতমানের বাথরুম, ভূমিকম্প প্রতিরোধক কাঠামো এবং সম্পূর্ণ মার্কেটে অগ্নি-নির্বাপক ব্যবস্থা। উচ্চগতির আধুনিক ইন্টারনেট ব্যবস্থা এবং সম্পূর্ণ মার্কেট উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। মুসল্লিদের নামাজ আদায় করার জন্য উন্নতমানের নামাজের ব্যবস্থা।

এ প্রসঙ্গে ‘ঢাকা কমপিউটার সিটি’-এর অন্যতম উদ্যোক্তা এবং বিসিএস পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী বলেন, “আমরা চাই নতুন এই প্রযুক্তিপণ্যের বাজারটি শুধু একটি বাজার নয়, বরং প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবহারকারীদের জন্য একটি কমিউনিটি হোক। এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য এক ইকোসিস্টেম যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, আইটি সার্ভিস, মোবাইল ফোন, গেমিং ও ইলেকট্রনিক ডিভাইস একসঙ্গে মিলবে। যারা নতুন পিসি বিল্ড করতে চান বা প্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ জায়গা।”

‘ঢাকা কমপিউটার সিটি’তে প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত কমপিউটার মার্কেট থাকবে। নবম তলা থেকে দশম তলা পর্যন্ত মোবাইল অ্যান্ড গেজেট মার্কেট থাকবে। ১১ তলা থেকে ১৪ তলা পর্যন্ত বিভিন্ন অফিস থাকবে। নতুন এই বাজারের উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন আগামী বছর জানুয়ারি মাসে পুরোদমে চালু করা হবে এই বাজার। বিস্তারিত: dhakacomputercity@gmail.com এবং www.dhakacomputercity.com

বাংলাদেশের প্রযুক্তি বাজারের দ্রুত সম্প্রসারণের এই সময়ে, ‘ঢাকা কমপিউটার সিটি’ নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। যারা গ্যাজেট, পিসি বা টেক ট্রেন্ড নিয়ে আগ্রহী তাদের জন্য হতে পারে নতুন পণ্যের অভিজ্ঞতা আর প্রযুক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ এক চমকপ্রদ জায়গা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *