সাম্প্রতিক সংবাদ

ডিডিআইএক্সপো-২৬: স্মার্ট টেকনোলজিসের অফার

ক.বি.ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ এ প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে। বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনায় থাকা বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডের প্যাভিলিয়নে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ চোখে পড়েছে। প্রতিটি প্যাভিলিয়নে আধুনিক প্রযুক্তির সর্বশেষ পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলা উপলক্ষে থাকছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার।

স্মার্ট প্যাভিলিয়নে রয়েছে বিভিন্ন মডেলের স্মার্ট ব্রান্ডের ল্যাপটপ, মনিটর, মেমোরি, পেন ড্রাইভ, কেসিং, কীবোর্ড ও অল ইন ওয়ান কমপিউটার। স্মার্ট ল্যাপটপগুলো ৩৭,০০০ টাকা থেকে শুরু করে ৬৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে প্রতিটি ল্যাপটপে ক্রেতাদের জন্য ৫০০ থেকে ২০০০ টাকা সমমূল্যের উপহার দিচ্ছে স্মার্ট।

প্রদর্শনীতে বক্সলাইট প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ইন্টার‌অ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল। দর্শনার্থীরা এখানে সরাসরি টাচ অ্যান্ড ফিল অভিজ্ঞতার মাধ্যমে পণ্য ব্যবহার করে দেখার পাশাপাশি এর বিভিন্ন ফিচার সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারছেন।

নেটিস প্যাভিলিয়নে রয়েছে সর্বশেষ প্রযুক্তির রাউটার। মেলা উপলক্ষে রাউটার ক্রয়ে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে দেয়া হচ্ছে আকর্ষণীয় টি-শার্ট। এসার প্যাভিলিয়নে যে কোনও মডেলের ল্যাপটপ কিনলে থাকছে আকর্ষণীয় উইন্টার জ্যাকেট। পাশাপাশি নির্দিষ্ট মডেলে রয়েছে নগদ মূল্যছাড়ের সুবিধা।

হিকভিশন প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে আধুনিক সিসিটিভি ক্যামেরা, ইন্টার‌অ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল, এক্সেস কন্ট্রোল ডিভাইস, রাউটার, মনিটর, ডিজিটাল সাইনেজ ও ইউপিএস সহ বিভিন্ন নিরাপত্তা ও স্মার্ট প্রযুক্তি সমাধান।

এইচপি প্যাভিলিয়নে রয়েছে সর্বশেষ বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ, প্রিন্টার ও অল ইন ওয়ান কমপিউটার। এইচপি ল্যাপটপগুলো ৪০,০০০ টাকা থেকে শুরু করে ২৫০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে প্রতিটি পন্যে ক্রেতাদের জন্য ৫০০ থেকে ৫০০০ টাকা সমমূল্যের উপহার দিচ্ছে এইচপি।

লেনোভো প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে লেনোভোর সর্বশেষ এআই সুবিধাসম্পন্ন ল্যাপটপ। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য ইলেকট্রিক স্কুটি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকারসহ বিভিন্ন মূল্যবান উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। গেমিং ও হাই-পারফরম্যান্স প্রযুক্তিপ্রেমীদের জন্য গিগাবাইট প্যাভিলিয়নে রয়েছে আধুনিক মাদারবোর্ড, এআই পিসি, গেমিং কেসিং ও গেমিং মনিটর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *