ডিজিটাল অভিজ্ঞতা উন্নয়নে কাজ করবে বাংলালিংক–হুয়াওয়ে
ক.বি.ডেস্ক: গ্রাহকদের প্রাত্যহিক জীবনে ডিজিটাল সেবার পরিসর বিস্তৃত ও সমৃদ্ধ করার লক্ষ্যে হুয়াওয়ের সঙ্গে ‘কাস্টমার-ফার্স্ট’ উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক। এর ফলে, দেশজুড়ে গ্রাহকদের জন্য ডিজিটাল সেবার বৈচিত্র্য বৃদ্ধি পাবে, ঘরের ভেতরে নেটওয়ার্ক আরও শক্তিশালী ও স্বাচ্ছন্দ্যদায়ক হবে এবং স্মার্ট ও এআই প্রযুক্তিনির্ভর সেবার ব্যবহার আরও কার্যকরী হবে।
দেশের গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করতে হুয়াওয়ের সঙ্গে কৌশলগত বিনিয়োগে যুক্ত হয়েছে বাংলালিংক। এ অংশীদারিত্বের অধীনে, উন্নত নেটওয়ার্ক কাভারেজ প্রদানে, সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে এবং ভবিষ্যতে বরাদ্দকৃত তরঙ্গের পূর্ণ সম্ভাবনা উন্মোচনে বাংলালিংক অত্যাধুনিক জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার গুরুত্বপূর্ণ সাইটগুলোর আধুনিকায়ন করবে।
এ প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, “বর্তমানে, একে অন্যের সঙ্গে কানেক্ট হওয়া থেকে শুরু করে শেখা এবং নতুন কিছু তৈরি করাসহ সকল ক্ষেত্রেই মানুষের প্রাত্যহিক জীবনের মূল কেন্দ্রে রয়েছে ডিজিটাল সেবা। আমাদের লক্ষ্যও এক্ষেত্রে স্পষ্ট মাইবিএল, টফি ও রাইজের মত প্ল্যাটফর্ম এবং আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে সব জায়গায়, প্রতি মুহূর্তে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করা। কৌশলগত বিনিয়োগের মাধ্যমে হুয়াওয়ে গ্রাহকদের জন্য সত্যিকার অর্থেই ডিজিটাল অভিজ্ঞতার ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবে। ”
হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী জেসন উ বলেন, “বাংলালিংকের ডিজিটাল রূপান্তর এগিয়ে নিয়ে যেতে আমরা তিন দশক ধরে একই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে এবং নেটওয়ার্কের মানোন্নয়ন, উৎকর্ষ অর্জন ও বাংলালিংকের গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদে অর্থবহ প্রভাব রাখার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। হুয়াওয়েতে আমরা অংশীদারিত্বের শক্তিতে বিশ্বাস করি; আমরা মনে করি, একসাথেই এগিয়ে যাই, একসাথেই সাফল্য অর্জন করি।”





