উদ্যোগ

ডিআইইউ’তে ‘ডেটা সায়েন্স সামিট ২০২২’ অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ডিআইইউ) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডাটা সায়েন্স ল্যাবের উদ্যোগে ‘‘তৃতীয় ডেটা সায়েন্স সামিট২০২২’’ উদযাপন করা হয়। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ডেটা সায়েন্স ল্যাব হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেটা সায়েন্স ল্যাব উদ্বোধন করা হয়।  

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত ‘তৃতীয় ডেটা সায়েন্স সামিট২০২২’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইইউ’র বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফখরে হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ, ডিআইইউ ডেটা সায়েন্স ল্যাব ইনচার্য মো. সোহেল আরমান।

অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া ফিল্ড অব ডাটা সায়েন্স’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি এ ওয়াই এম মোস্তফা, হিশাব টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়াদান হোসেন, ইন্টেলিজেন্স মেশিনস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ, ডিআইইউ’র কমপিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নাবিল মোহাম্মদ।

‘মডেল টু লার্ন মেশিন লার্নিং: কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ইন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট রিসার্চ’ শীর্ষক কারিগরি অধিবেশন পরিচালনা করেন ডিআইইউ’র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ ও  প্রভাষক মুসাব্বির হাসান সাম্যক। ‘ইন্ডাস্ট্রি ইনসাইটস, সিভি রাইটিং, ইন্টারভিউ প্রিপারেশন অ্যান্ড ফিউচার অব ডাটা সায়েন্স ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাব্রোড’ শীর্ষক কারিগরি অধিবেশন পরিচালনা করেন হিশাব টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়াদম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইইউ’র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এস এ এম মতিউর রহমান।

সামিটের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ডিআইইউ স্মার্ট সিটি আইডিয়া কম্পিটিশন ২০২২ যেখানে ডিআইইউর বিভিন্ন বিভাগ থেকে ১৫টিরও বেশি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারা তাদের ধারণা উপস্থাপন করেন এবং প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নদের পুরস্কার প্রদান করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *