সাম্প্রতিক সংবাদ

টিএমজিবি সদস্যদের জন্য ‘এআই ইন জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ

ক.বি.ডেস্ক: দেশের আইসিটি খাতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)- এর সদস্যদের জন্য অনুষ্ঠিত হলো সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক ‘এআই ইন জার্নালিজম’ বিশেষ কর্মশালা। টিএমজিবি ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বিশেষ কর্মশালা। কর্মশালায় টিএমজিবি’র ১২ জন সদস্য অংশগ্রহন করেন।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিন এর প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। এ সময় উপস্থিত ছিলেন বিন এর চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং টিএমজিবি’র মোহাম্মদ কাওছার উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন টিএমজিবি’র কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল এবং সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ।

‘এআই ইন জার্নালিজম’ বিশেষ কর্মশালায় টিএমজিবি’র সদস্যরা সংবাদ সম্পাদনা, কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহারে এআই প্রযুক্তির সর্বশেষ কৌশল হাতে-কলমে শিখেছেন।

টিএমজিবি’র সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, “সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা এমন আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারি এবং উপভোগ করতে পারি। বিনকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”

বিন এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর বলেন, “বর্তমান সময় তথ্যপ্রযুক্তির সময়। কেবল একাডেমিক সনদ অর্জন করলেই একজন দক্ষ হয়ে ওঠা যায় না- প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা অর্জনই এখন মূল চাবিকাঠি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। খুব শিগগিরই আয়োজন করা হবে ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’। এ আয়োজনে সারাদেশের সেরা উদ্ভাবনগুলো অংশ নেবে। বিজয়ীরা শুধু জাতীয় পর্যায়ের সম্মানই অর্জন করবেন না, বরং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও মনোনীত হবেন।”

প্রসঙ্গত, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও তথ্যপ্রবাহের গতি বাড়াতে এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোকে নতুন মাত্রা দিচ্ছে। বাংলাদেশেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এমন প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *