উদ্যোগ

টাঙ্গাইল ও কালিয়াকৈরে জিপিএস ট্র্যাকার ডিলার পয়েন্ট চালু করলো বন্ডস্টাইন

ক.বি.ডেস্ক: ‘আপনার গাড়ির নিরাপত্তা এখন হাতের মুঠোয়’ স্লোগানে টাঙ্গাইল ও কালিয়াকৈর এলাকায় রানার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বন্ডস্টাইন “ট্র্যাক মাই ভেহিক্যাল” জিপিএস ট্র্যাকার-এর ডিলারশিপ ও খুচরা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মোটরযান মালিকদের জন্য গাড়ির নিরাপত্তা ও ডিজিটাল ট্র্যাকিং-এর সুযোগ আরও সহজলভ্য হবে। এই নতুন ডিলার পয়েন্ট চালুর মাধ্যমে টাঙ্গাইল ও কালিয়াকৈরের যানবাহন মালিকরা সহজে এবং সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের জিপিএস ট্র্যাকিং সেবা গ্রহণ করতে পারবেন।

আজ শনিবার (১১ অক্টোবর) টাঙ্গাইল ও কালিয়াকৈর এলাকায় এই ডিলারশিপ পয়েন্টের উদ্বোধন করেন বন্ডস্টাইন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম এবং দয়াল টায়ার অ্যান্ড ব্যাটারীর স্বত্তাধিকারী মো. খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বন্ডস্টাইন এর হেড অব সেলস এস এম হাবিবুর রহমান টিপু এবং দয়াল টায়ার অ্যান্ড ব্যাটারীর ব্যবস্থাপনা পরিচালক মো. সালমান হোসেন, বন্ডস্টাইনের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাহফুজুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার শাহরিয়ার আতিক সতেজ।

এই ডিলারশিপ টাঙ্গাইল ও কালিয়াকৈর এলাকার যেকোনও গাড়ির মালিকদের নিরাপত্তার দুশ্চিন্তা কমাতে দয়াল টায়ার অ্যান্ড ব্যাটারীর সঙ্গে অংশীদারিত্বে কার্যক্রম পরিচালনা করা হয়। যা গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য ও দ্রুত সেবা নিশ্চিত করার প্রতি বন্ডস্টাইনের অঙ্গীকারকে তুলে ধরে।

বন্ডস্টাইনের সিইও মীর শাহরুখ ইসলাম বলেন, “সর্বক্ষেত্রে নির্ভরযোগ্য ও দ্রুত সেবা এখন গ্রাহকদের প্রধান চাহিদা। গাড়ির নিরাপত্তা প্রদানের পাশাপাশি নিশ্চিন্তে ৫ বছরের বিক্রয়োত্তর সেবা সহ আমাদের ‘ট্র্যাক মাই ভেহিক্যাল’ জিপিএস ট্র্যাকিং গ্রাহকদের সত্যিকারের ডিজিটাল লাইফস্টাইল উপভোগের সুযোগ করে দেবে। এই জিপিএস ট্র্যাকার-এর মাধ্যমে গাড়ি চুরি রোধ, রিয়েল-টাইম ট্র্যাকিং ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সহ অন্যান্য অত্যাধুনিক সুবিধা প্রদান করবে। এই ডিলার পয়েন্টের মাধ্যমে স্থানীয় পরিবহন ব্যবসায়ীদের সহযোগিতায় গ্রাহকদের সর্বোচ্চ সেবা সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে আমরা এই অঞ্চলে #1 জিপিএস ট্র্যাকিং ব্র্যান্ড হতে চাই।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *