জেসিআই ঢাকা প্রেস্টিজ’র যাত্রা
ক.বি.ডেস্ক: জেসিআই’র নতুন চ্যাপ্টার ঢাকা প্রেস্টিজ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি স্থানীয় হোটেলে ঢাকা প্রেস্টিজের যাত্রা ও নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিট। সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা প্রেস্টিজের সভাপতি শারমিনা আক্তার পাতিন।
শারমিনা আক্তার বলেন, জেসিআইর নতুন চ্যাপ্টার ঢাকা প্রেস্টিজ। ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী তরুণদের একত্রিত করার মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে চায় জেসিআই। এরই অংশ হিসেবে ঢাকা প্রেস্টিজের যাত্রা। জেসিআই ঢাকা প্রেস্টিজ একটি অলাভজনক সংগঠন যা পরিবর্তনে বিশ্বাসী তরুণ সক্রিয় মানুষদের একত্রিত করার মাধ্যমে সমাজে উচ্চাকাঙ্ক্ষা তৈরি তাতপর্যপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি চ্যাপ্টারের প্রথম সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সদস্যরা সংগঠনের শপথবাক্য পাঠ করেন। শপথগ্রহণ শেষে এক সাধারণ সভায় পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং পরবর্তী কর্ম পরিকল্পনা ও আসন্ন প্রকল্প সংবলিত ঘোষণাবলি দেয়া হয়।