জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্স-এ আকর্ষণীয় ঈদ অফার

ক.বি.ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জিপিস্টার গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে গ্রামীণফোন। দেশজুড়ে এপেক্স’র ৩শ’টি আউটলেটে এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। প্রিমিয়াম গ্রাহকদের সবসময় মূল্যায়ন করে গ্রামীণফোন। তাদের সুবিধার জন্যই এই পার্টনারশিপ যাতে ঈদ উপলক্ষে তাদের কেনাকাটা হয়ে ওঠে আরও আকর্ষণীয় ও উপভোগ্য।
সম্প্রতি রাজধানীর গুলশানে অ্যাপেক্স এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং রায়হান কবির। এ সময় উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে কোন এপেক্স আউটলেট বা অনলাইনে (www.apex4u.com) কমপক্ষে ৩ হাজার টাকার পণ্য কিনলে ৩শ’ টাকা ছাড় পাবেন জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। মাসব্যাপী অফারটি শুরু হয়েছে এবং প্রথম ১০ হাজার গ্রাহক অফারটি গ্রহণ করতে পারবেন। অফারটি গ্রহণ করতে ‘APEX’ লিখে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে জিপিস্টার গ্রাহকদের (প্লাটিনাম ও সিগনেচার স্টার গ্রাহক)। এরপর ছাড়ের জন্য তারা এসএমএস’র মাধ্যমে একটি ক্যুপন কোড পাবেন যা আউটলেটে দেখাতে হবে।