‘জাতীয় এআই নীতিমালা (২০২৬-৩০)’ খসড়া প্রকাশ, মতামত আহ্বান
ক.বি.ডেস্ক: বাংলাদেশে নিরাপদ, নৈতিক ও উদ্ভাবন-কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইকোসিস্টেম গড়ে তুলতে ‘বাংলাদেশ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা (২০২৬-২০৩০)’-এর খসড়া প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নীতিমালার ওপর নাগরিক, শিল্পখাত, শিক্ষাবিদ ও সুশীল সমাজ সহ সকল আগ্রহী পক্ষের মতামত আহ্বান করা হয়েছে। এই খসড়া নীতিমালার ওপর মতামত জমা দেয়া যাবে এই ঠিকানায়: (https://aipolicy.gov.bd/feedback)
আজ বুধবার (২৮ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এআই নীতিমালা দায়িত্বশীল এআই উন্নয়ন, নাগরিকের গোপনীয়তা সুরক্ষা এবং ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে। এতে উচ্চ-ঝুঁকিপূর্ণ এআই ব্যবহারে বাধ্যতামূলক অ্যালগরিদমিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে মূলনীতি হিসেবে ধরা হয়েছে।
নীতিমালায় সোশ্যাল স্কোরিং ও গণ-নজরদারি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আইন প্রয়োগ, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও জনসেবার মতো খাতে উচ্চ-ঝুঁকিপূর্ণ এআই ব্যবহারে সুরক্ষামূলক ব্যবস্থা রাখা হয়েছে। ডিপফেক, অপতথ্য, প্রযুক্তিনির্ভর সহিংসতা ও শিশু শোষণ প্রতিরোধেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে। উদ্ভাবন ত্বরান্বিত করতে প্রস্তাব করা হয়েছে এআই ইনোভেশন ফান্ড ও রেগুলেটরি স্যান্ডবক্স। পাশাপাশি মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা ও কারিগরি পর্যায়ে এআই শিক্ষা অন্তর্ভুক্তির উদ্যোগ নেয়া হবে।
এই নীতিমালা কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, জনসেবা আধুনিকায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এআই ব্যবহারে অগ্রাধিকার দেয় এবং আন্তর্জাতিক এআই নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশকে বৈশ্বিক এআই শাসনে যুক্ত করতে চায়।
মতামত দিন: https://aipolicy.gov.bd/feedback খসড়া নীতিমালা:(https://aipolicy.gov.bd/docs/national-ai-policy-bangladesh-2026-2030-draft-v1.1.pdf )





