গেমস

চালু হলো জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট ‘এয়ারটেল গেমিং এরেনা’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ইস্পোর্টস কমিউনিটিকে আরও উজ্জীবিত ও সংগঠিত করার লক্ষ্যে ‘এয়ারটেল গেমিং এরেনা’ নামে একটি জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটার ব্র্যান্ড এয়ারটেল। পাশাপাশি দেশের জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি মোবাইল’- এর সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা করেছে এয়ারটেল।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, এয়ারটেল এর হেড অব মার্কেটিং সৌরভ প্রকাশ খারে, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহাসিনা রাফা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার জাইমা তাহসীন এবং ইস্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার শেখ ফাত্তাহ আহমেদ।

শিহাব আহমাদ বলেন, “এখনকার তরুণ সমাজের মধ্যে ইস্পোর্টস বেশ জনপ্রিয়। তাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘এয়ারটেল গেমিং এরেনা’ এবং ‘পাবজি মোবাইল’- এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা শুধু একটি টুর্নামেন্ট আয়োজন করছি না, বরং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ইস্পোর্টস চ্যাম্পিয়নদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলছে এয়ারটেল।”

ইস্পোর্টস এখন আর শুধু একটি শৌখিন ব্যাপার নয়, বরং বাংলাদেশের তরুণদের জন্য একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র হয়ে ওঠেছে। এই সাংস্কৃতিক পরিবর্তনকে গুরুত্ব দিয়ে দেশের গেমিং জগতকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে এয়ারটেল। তরুণ প্রতিভাদের জন্য একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম হচ্ছে ‘এয়ারটেল গেমিং এরেনা’ যেখানে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবেন তরুণরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *