কোডার্সট্রাস্ট’র সঙ্গে রবি’র সমঝোতা স্মারক
 
                                                ক.বি.ডেস্ক: মোবাইল অপারেটর রবি’র এলিট গ্রাহক এবং কর্মীদের জন্য ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করবে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। কোডার্সট্রাস্ট তাদের অন-ক্যাম্পাস, অনলাইন ও ডিজিটাল কোর্সসমূহে রবি’র কর্মীদের জন্য ২৫ শতাংশ এবং এলিট গ্রাহকদের জন্য ২০ শতাংশ বিশেষ ছাড় প্রদান করবে। ইংরেজিতে ‘এলিটসিট্রাস্ট’ (EliteCTrust) লিখে ১২১৩ নম্বরে ফ্রি এসএমএস করে এ সুযোগটি গ্রহণ করতে পারেন গ্রাহকরা।
সম্প্রতি রাজধানীর রবি করপোরেট অফিসে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠান দুটি। চুক্তিতে সই করেন রবি’র হেড অব মার্কেটিং,মো. শওকত কাদের চৌধুরী এবং কোডার্সট্রাস্ট’র সিইও মো. শামসুল হক।
এ সময় রবি’র লয়্যালটি প্রোগ্রামের জেনারেল ম্যানেজার এ এস এম ফয়সাল এবং পার্টনারশীপ ম্যানেজার তাসনিয়া আফরিন, কোডার্সট্রাস্ট’র ডিরেক্টর শামামা নওশীন ইয়ামানি, অ্যাসোসিয়েট ডিরেক্টর (অপারেশন) ইমতিয়াজ হোসেন চৌধুরী এবং হেড অব সুপারকিড নাফিয়া নওশীন উপস্থিত ছিলেন।


 
							 
							 
							


