উদ্যোগ

কৃষি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন

ক.বি.ডেস্ক: উইগ্রো টেকনোলজিস’র অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা এখন সরাসরি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট’র ‘PrimeInvest Discretionary Product Suite’-এ বিনিয়োগের সুযোগ পাবেন। এর ফলে বিনিয়োগকারীরা পশুপালন ও ফসল চাষের মতো কৃষিভিত্তিক প্রকল্পে অংশগ্রহণের পাশাপাশি শেয়ারবাজার ও অন্যান্য আর্থিক খাতে বিনিয়োগ করতে পারবেন। এই উদ্যোগটি পিবিআইএল’র #AccessToInvestment উদ্যোগের একটি অংশ, যা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সম্পদ বাড়ানো এবং কর রেয়াত পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

সম্প্রতি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও উইগ্রো টেকনোলজিস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

পিবিআইএল’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, ‘উইগ্রো’র বিনিয়োগকারীরা কৃষিভিত্তিক প্রকল্পের বাইরেও পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এটি পোর্টফোলিও বৃদ্ধি এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য পারস্পরিক লাভজনক উদ্যোগ।’

উইগ্রো টেকনোলজিস’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, “এই অংশীদারিত্ব আমাদের ব্যবহারকারীদের একটি নিয়ন্ত্রিত ও নিরাপদ আর্থিক কাঠামোর আওতায় আনবে। এটি মূলধারার সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কৃষি বিনিয়োগকারিদের যুক্ত করার এক উল্লেখযোগ্য অগ্রগতি।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *