আনুষাঙ্গিক মোবাইল

ওয়ালটন নিয়ে এসেছে নতুন অ্যান্ড্রয়েড ট্যাব ‘ওয়ালপ্যাড ৯জি’

ক.বি.ডেস্ক: ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নতুন ট্যাবলেট ‘ওয়ালপ্যাড ৯জি’। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত ট্যাবটিতে ব্যবহৃত হয়েছে হেলিও জি৯৯ অক্টাকোর প্রসেসর, ৮.৬৮ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। অত্যাধুনিক ফিচারে সাজানো ট্যাবটি গেমিং, অনলাইন মিটিং বা ক্লাস, বিনোদন কিংবা অফিসের কাজসহ নানান প্রয়োজনে হতে পারে একটি নির্ভরযোগ্য পার্টনার।

ওয়ালটন ওয়ালপ্যাড ৯জি ট্যাবে থাকছে ৪ জিবি এলপিডিডিআরফোর র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, যা টিএফ কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মালি-জি৫৭ জিপিইউ থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্স হবে আরও উন্নত ও সাবলীল।

ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, ভিডিও কল কিংবা অনলাইন মিটিং ও ক্লাস- সব কিছুর জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ডুয়াল স্পিকার। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা সহ ইউএসবি টাইপ-সি পোর্ট।

নেটওয়ার্ক ও কানেক্টিভিটির জন্য রয়েছে ২জি, ৩জি ও ৪জি সাপোর্ট, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, হাইব্রিড সিম স্লট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এ ছাড়াও রয়েছে জিপিএস, জি-সেন্সর, লাইট সেন্সর, হল সেন্সর এবং কম্পাসের মতো প্রয়োজনীয় সেন্সর সাপোর্ট।

ওয়ালপ্যাড ৯জি ১০% ডিসকাউন্টে মাত্র ১৬,৬৫০ টাকায় পাওয়া যাচ্ছে সকল ওয়ালটন প্লাজাতে। গ্রে রঙের ট্যাবটির সঙ্গে থাকছে ১ বছরের ওয়ারেন্টি ও দ্রুত ও নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *