আনুষাঙ্গিক মোবাইল

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব ওয়ালপ্যাড ১১জি

ক.বি.ডেস্ক: ওয়ালটন বাজারে এনেছে নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি। এই নতুন ট্যাবটি শক্তিশালী পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সেরা সমন্বয়। কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিং- যেকোনও প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে আদর্শ সঙ্গী।

ওয়ালপ্যাড ১১জি ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। সঙ্গে রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ। থাকছে ১০.৯৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১৯২০x১২০০ পিক্সেল রেজ্যুলেশন) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ- যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।

ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ফ্ল্যাশলাইট। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার-ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার। সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য রয়েছে ডিটিএস সাপোর্ট সহ ৪টি ফুল-বক্স স্পিকার।

ডিভাইসটিতে রয়েছে ৭০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি। ট্যাবলেটটিতে জিপিএস, বিডিএস, গ্লোনাস, গ্যালিলিওসহ একাধিক স্যাটেলাইট ন্যাভিগেশন সাপোর্ট এবং অ্যাক্সেলেরোমিটার, লাইট সেন্সর, জাইরোস্কোপ, গ্রাভিটি, কম্পাস, হল ও ম্যাগনেটিক সেন্সরের মতো প্রয়োজনীয় সেন্সরও রয়েছে। থাকছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই (২.৪ জিএইচজে + ৫ জিএইচজে), ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ওটিজি এবং ফোরজি সাপোর্ট। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে গ্রাহকরা চাইলে ডুয়াল সিম বা সিম + মেমোরি কার্ড একসঙ্গে ব্যবহার করতে পারবেন।

ওয়ালটনে ওয়ালপ্যাড ১১জি-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২১,৭৫০ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৩,৭৫০ টাকা। প্রতিটি ট্যাবলেটের সঙ্গে থাকছে গ্লাস প্রটেক্টর, ফ্লিপ কভার, ২০ ওয়াট চার্জার, ১.৫ মিটার ইউএসবি ক্যাবল, সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড। থাকছে এক বছরের ওয়ারেন্টি ও বিশ্বস্ত আফটার-সেলস সার্ভিস। বিস্তারিত: waltonplaza.com.bd/product/walton-1095-android-tablet-walpad-11g?uid=P-QB7B1M

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *